কমলার সতর্কবার্তা ভাইরাল
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক নেত্রী কমলা হ্যারিস সম্প্রতি জানিয়েছেন, তিনি কখনোই বেতার (ওয়্যারলেস) ইয়ারফোন ব্যবহার করেন না, বিশেষ করে গুরুত্বপূর্ণ ফোনকলের সময়। তার মতে, তারযুক্ত হেডফোন নিরাপত্তার দিক থেকে অনেক বেশি নির্ভরযোগ্য।স্টিফেন কোলবার্টের টক শো-তে অংশ নিয়ে তিনি বলেন, আমি সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য ছিলাম। আমি গোপন নথি সংক্রান্ত ব্রিফিংয়ে থেকেছি। তাই জানি, ট্রেনে বসে কেউ যদি মনে করে যে তার অরৎচড়ফং ব্যবহার করে ফোনালাপ নিরাপদ, সেটা ঠিক নয়। তিনি যোগ করেন, ‘তারযুক্ত হেডফোন তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত।’তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকে মন্তব্য করেন, একজন অভিজ্ঞ রাজনীতিকের কাছ থেকে এমন সতর্কবার্তা গুরুত্বপূর্ণ এবং এ থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ বলেন, কমলা হ্যারিসের সতর্কতা উপহাস না করে গুরুত্ব দিয়ে ভাবা উচিত, কারণ গোপনে শোনার সক্ষমতা প্রযুক্তিতে এখন বাস্তব।তবে অনেকে বিষয়টিকে হালকাভাবেও নিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, সরকার যদি অরৎচড়ফং দিয়ে আমার কথা শুনতে চায়, তাহলে তারা শুধু শুনবে আমি একই গান এক সপ্তাহ ধরে শুনছি!এছাড়াও, একই সাক্ষাৎকারে কমলা হ্যারিস জানান, তিনি আগামী ক্যালিফোর্নিয়া গভর্নর নির্বাচনে অংশ নিচ্ছেন না। রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে ভেঙে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, এই ব্যবস্থায় আমি আপাতত আর ফিরতে চাই না। এটি এখন ভঙ্গুর। রয়টার্স
জেগে উঠল ভয়ংকর আগ্নেয়গিরি!
রাশিয়ায় প্রায় ৬০০ বছর পরে জেগে উঠেছে কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। গত বুধবার যে ভূমিকম্প হয়েছে তার জেরেই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়। আরআইএ রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল গত সপ্তাহে, তার জেরেই এ আগ্নেয়গিরি জেগে উঠেছকামচাটকা অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে ৬০০ বছর পর এ প্রথমবার অগ্ন্যুৎপাত হয়েছে। ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির টেলিগ্রাম চ্যানেলকে গিরিনা জানিয়েছেন, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে শেষবার লাভা নির্গত হয়েছিল ১৪৬৩ সালে। তারপর এত বছর আর ওই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার কোনো প্রমাণ নেই।রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, ৬ হাজার মিটার (৩.৭ মাইল) পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী রেকর্ড করা হয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর। আগ্নেয়গিরিটি নিজেই ১ হাজার ৮৫৬ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে। ছাইয়ের মেঘ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেছে। এই পথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই। ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে কমলা সতর্কতাও জারি করা হয়। গতকাল রবিবার দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, নিকটবর্তী কুরিল দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকার তিনটি এলাকায় সুনামির ঢেউ উঠতে পারে। রাশিয়ান বিজ্ঞানীরা বুধবার সতর্ক করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শক্তিশালী আফটারশক হতে পারে ওই অঞ্চলে।আগ্নেয়গিরির গা বেয়ে জ্বলন্ত লাভা গড়িয়ে পড়ার ছবি তুলে ধরেছিল রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভে। প্রবল অগ্ন্যুৎপাতের কারণে বড়সড় বিস্ফোরণের আশঙ্কাও করা হয়েছিল, তবে এমন কিছু ঘটেনি। এই আগ্নেয়গিরিই নাকি রাশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। রয়টার্স
ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু
জাপানের রাজধানী টোকিওর কাছে একটি ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গত জানুয়ারিতে রাজধানীর কাছে ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন পাইপের কারণে রাস্তা ধসে পড়ার পর একটি বিশাল গর্তে একজন ট্রাক চালক আটকা পড়েন। এরপর এই ঘটনাটি ঘটল। এই ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, গত শনিবার টোকিওর উত্তরে গিয়োদা শহরে পাইপ পরীক্ষা করার সময় একজন শ্রমিকরা ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিন শ্রমিক সেখানে প্রবেশ করেন। এই শ্রমিকদের সকলেরই বয়স পঞ্চাশের কাছাকাছি। উদ্ধার কর্মীরা ম্যানহোল থেকে বেরিয়ে আসা উচ্চ ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস সনাক্ত করেছেন। তবে শহরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ম্যানহোলে পড়ার কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে গিয়োদা শহরের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তাই এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, চার শ্রমিককে ম্যানহোল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত বলে ঘোষণা করে। পরিদর্শনের সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন, প্রয়োজনে পাইপ থেকে দূষিত পনি ও কাদা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।গত মে মাসে জাপানি উদ্ধারকারীরা ইয়াশিও শহরে রাস্তা ধসে ৭৪ বছর বয়সী ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে। আল-জাজিরা, জাপান টুডে, ডয়েচে ভেলে, এএফপি