বিবিসি: দিল্লীতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত সব দলের নেতারা সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, অপারেশন সিঁদুর একটি অনগোয়িং অভিযান। ভারতের কেন্দ্রীয় সংসদবিষয়কমন্ত্রী বলেন, প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত সব নেতাকে অপারেশন সিঁদুর সম্পর্কে অবহিত করেন। তাদের পুরো পরিস্থিতি এবং সরকারের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন। বিভিন্ন দলের নেতারাও নিজেদের মতামত জানিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। তিনি জানান, উপস্থিত সব দলের নেতারা সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন।
এশিয়া
সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সব দলের নেতাদের সমর্থনের আশ্বাস
দিল্লীতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত সব দলের নেতারা সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ