ভারতের উত্তরাখণ্ডে টানা বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টি নতুন করে প্রাণহানি ডেকে এনেছে। গত শুক্রবার ভোরে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক পাহাড় ধসে অন্তত ছয়জন প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া আরও ১১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চামোলি, রুদ্রপ্রয়াগ, টেহরি ও বাগেশ্বর এই চার জেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। ভেঙে গেছে বসতবাড়ি, চাপা পড়েছে মানুষ আর গবাদিপশু।

বাগেশ্বরে পাওসারি গ্রামে মাটি চাপায় প্রাণ হারিয়েছেন দুই নারী। তাদের পরিবারের তিনজন নিখোঁজ, একজন আহত হয়েছেন। চামোলি জেলার মোপাতায় মারা গেছেন বৃদ্ধ দম্পতি। রুদ্রপ্রয়াগ জেলায় জখোলি গ্রামে ধসে মারা গেছেন এক নারী। একই জেলায় ৮ জন নিখোঁজ। নাম পাওয়া গেছে চারজনের। এদিকে, দেরাদুন শহরে ভেসে গেছে এক শিশু। তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এসডিআরএফ ও এনডিআরএফ জানিয়েছে, রুদ্রপ্রয়াগের কুণ্ড ও তালজামান এলাকায় অন্তত ৭০ জন আটকে ছিলেন। দড়ি টানিয়ে ঝুঁকিপূর্ণ নদী পার করে তাদের উদ্ধার করা হয়েছে।