অপারেশন মহাদেব শুরু

জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে ভারতের সেনা- আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানে ইতোমধ্যে ৩ স্বাধীনতাকামী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের চিনার কোর। এরা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। সেনা ও পুলিশসূত্রে জানা গেছে এই তিনজনই পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (লেট)-এর সদস্য ছিলেন। সুলেমান ছিলেন এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং নেতৃস্থানীয়।গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে যে ভয়াবহ হামলা হয়েছিল, নিহত সুলেমান তার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন তবে এ ব্যাপারে সেনা বা পুলিশসূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতের সেনাসূত্রে জানা গেছে নিহতরা কেউই জম্মু-কাশ্মিরের বাসিন্দা ছিলেন না। পাকিস্তান নিয়ন্ত্রিতক কাশ্মির থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা। : এনডিটিভি

বন্দুকধারীর আত্মহত্যা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন।পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তোর কোর মার্কেটে সোমবার এক বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, মার্কেটের ভবনের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর লাশ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। লাশের পাশে একটি ব্যাগও পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন এবং বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার। এছাড়া হামলায় আরও দুই নারী আহত হয়েছেন। বিবিসি

বাণিজ্যিক ফ্লাইট শুরু

রোববার রাশিয়া মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে একটি নিয়মিত বিমান যোগাযোগ চালু করেছে, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।রাশিয়ান ক্যারিয়ার নর্ডউইন্ড পরিচালিত প্রথম ফ্লাইটটি ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে চাহিদা মেটাতে মাসে একটি ফ্লাইট থাকবে।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, যিনি এই মাসের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দেখা করতে উত্তর কোরিয়ার নতুন ওনসান-কালমা সৈকত রিসোর্ট পরিদর্শন করেছিলেন, রাশিয়ান পর্যটকদের এই কমপ্লেক্স পরিদর্শনে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।প্রায় ২০,০০০ লোকের থাকার ব্যবস্থা করতে সক্ষম এই রিসোর্টটি কিমের দেশের সমস্যাগ্রস্ত অর্থনীতির উন্নতির জন্য পর্যটন বৃদ্ধির প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, যিনি এই মাসের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দেখা করতে উত্তর কোরিয়ার নতুন ওনসান-কালমা সৈকত রিসোর্ট পরিদর্শন করেছিলেন, রাশিয়ান পর্যটকদের এই কমপ্লেক্স পরিদর্শনে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।প্রায় ২০,০০০ লোকের থাকার ব্যবস্থা করতে সক্ষম এই রিসোর্টটি কিমের দেশের সমস্যাগ্রস্ত অর্থনীতির উন্নতির জন্য পর্যটন বৃদ্ধির প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিএনএন

খ্রিষ্টান গ্রামে ইসরাইলি সেটেলারদের হামলা

ইসরাইলি সেটেলাররা ফিলিস্তিনের পশ্চিম তীরের তায়বেহ নামের একটি খ্রিষ্টান গ্রামে হামলা চালিয়েছে। গতকাল সোমবার ভোররাতে চালানো এই হামলায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং হুমকিমূলক গ্রাফিতি লেখা হয়েছে। তায়বেহর বাসিন্দা ও ফিলিস্তিনি টিভি সাংবাদিক জেরিয়াস আজার এএফপিকে বলেন, আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি গাড়িতে আগুন। তারা কিছু একটা গাড়ির দিকে ও আমাদের ঘরের দিকে ছুড়ে মারছিল।ইসরাইলি সেটেলাররা ফিলিস্তিনের পশ্চিম তীরের তায়বেহ নামের একটি খ্রিষ্টান গ্রামে হামলা চালিয়েছে। সোমবার ভোররাতে চালানো এই হামলায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং হুমকিমূলক গ্রাফিতি লেখা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ফরাসিবার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।তায়বেহর বাসিন্দা ও ফিলিস্তিনি টিভি সাংবাদিক জেরিয়াস আজার এএফপিকে বলেন, আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি গাড়িতে আগুন। তারা কিছু একটা গাড়ির দিকে ও আমাদের ঘরের দিকে ছুড়ে মারছিল। এএফপি।