তাইওয়ানের রাজধানী তাইপের মেট্রো স্টেশনে ভয়াবহ সহিংস হামলায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার তাইপে মেইন স্টেশন ও ঝংশান স্টেশনে পৃথক সহিংস ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে তাইপে সিটি ফায়ার ডিপার্টমেন্ট। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই হামলাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন। তবে এখনো হামলার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারী মুখোশ ও বুলেটপ্রুফ ভেস্ট পরে একাধিক পেট্রোল বা ধোঁয়া তৈরির বোমা ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী স্টেশনের ভেতরে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এবং ধোঁয়ার ক্যানিস্টার নিক্ষেপ করেন। হামলাকারীকে আটকাতে গেলে এক ব্যক্তি নিহত হন। পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে সন্দেহভাজন ব্যক্তি একটি ভবন থেকে লাফিয়ে পড়েন। পরে তিনি মারা যান। ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, মহাসড়ক ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, তাইওয়ানে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল।