কাশ্মীরে বন্দুকযুদ্ধ দুই ভারতীয় সেনা নিহত
ভোর থেকেই বন্দুকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের কাশ্মীর। কুলগাঁওয়ে সোমবার রাতভর দু’পক্ষে সংঘর্ষ চলার পর মঙ্গলবার দ্বিতীয় দিনে পা রাখল নিরাপত্তাবাহিনীর ‘অপারেশন গুদার’। সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত ভারতের নিরাপত্তাবাহিনীর দুই সেনার মৃত্যু হয়েছে। একজন গুরুতর জখম। অন্যদিকে, দুই সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সেনার চিনার কোর জানিয়েছে, বন্দুকযুদ্ধে সুবেদার পর্বত গৌর এবং ল্যান্সনায়েক নরেন্দ্র সিন্ধুর নিহত হয়েছেন। এছাড়াও আর এক সেনাকর্মী জখম হয়েছেন। তবে এতে দমেনি নিরাপত্তাবাহিনী। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও অভিযান চলছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই'র একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে ফের দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার গুদারের জঙ্গলে অভিযান শুরু করে পুলিশ ও সেনার যৌথ দল। পিটিআই
ভেনেজুয়েলার প্রতি পূর্ণ সমর্থন ইরানের
ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন।ওয়াশিংটনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তেহরান ও কারাকাস সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। উভয় দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি।মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে তাদের অভিন্ন অবস্থানের কারণে ইরান ও ভেনেজুয়েলা কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে। সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মার্কিন হুমকি এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের কড়া সমালোচনা করে ইরান। পেজেশকিয়ানের এই মন্তব্য তারই ধারাবাহিকতা। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ মোকাবিলায় ইরানের দৃঢ়তা এসেছে জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ সংহতি থেকে। তিনি আরও বলেন, এই ধরনের সংহতি একটি দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করে। মাদুরোও একই ধরনের মনোভাব প্রকাশ করে বলেন, ভেনেজুয়েলার শক্তি নিহিত রয়েছে সরকার, জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক অনন্য সংহতিতে। ইন্টারনেট
পাকিস্তানের সঙ্গে ৫০ কোটি ডলারের খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্রের
বাড়তি শুল্কের চাপ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ কোটি ডলারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে পাকিস্তান।চুক্তিটি সই হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক খনিজ কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের (ইউএসএসএম) সঙ্গে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিসৌরি-ভিত্তিক ইউএসএসএম মূলত গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহ, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও খনন কার্যক্রমে নিয়োজিত। কোম্পানির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইউএসএসএম পুরনো লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে গুরুত্বপূর্ণ ধাতু সংগ্রহ, পাশাপাশি কোবাল্ট, নিকেল ও তামার খনন কাজে দক্ষপাকিস্তানে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জ্যাক হারকেনরাইডার ইউএসএসএম এর প্রতিনিধিদলকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রন্টিয়ার ওয়ার্কস অরগানাইজেশনের সঙ্গে ওই চুক্তি সই করেন।মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার বলেন, “যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক কতটা শক্তিশালী, এই এমওইউ তা আবারও প্রমাণ করল। এর সুফল দুই দেশই পাবে।”প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইউএসএসএম প্রতিনিধি দল পাকিস্তানের খনিজ খাত, অবকাঠামো উন্নয়ন ও মূল্য সংযোজনের সম্ভাব্য ক্ষেত্রগুলো পর্যবেক্ষণে এসেছে। তারা প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে।বিবৃতিতে বলা হয়, দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ (বিশেষ করে রেয়ার আর্থ উপাদান) উন্নয়ন ও প্রক্রিয়াজাতকরণে এবং অন্যটি লজিস্টিকস খাতে। দ্বিতীয় এমওইউটি স্বাক্ষর হয় পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিকস করপোরেশন এবং আন্তর্জাতিক নির্মাণ কোম্পানি মোটা-এঞ্জিল গ্রুপের মধ্যে।বিবৃতিতে বলা হয়, মোটা-এঞ্জিল পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে চায়, যাতে তাদের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগানো যায় এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও টেকসই উন্নয়নের মাধ্যমে লাভজনক পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবেদনে বলা হয়, এ চুক্তির আওতায় পাকিস্তান থেকে শিগগিরই অ্যান্টিমনি, তামা, স্বর্ণ, টাংস্টেন ও‘রেয়ার আর্থ এলিমেন্টস’ রফতানি শুরু হবে।উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে পাকিস্তান। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির মাধ্যমে পাকিস্তানি পণ্যের ওপর আমদানি শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামানো হয়। ডন নিউজ