এনডিটিভি: সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিমানটি জরুরি অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা হামলার হুমকির কারণে বিমানটি শুক্রবার (১ নভেম্বর) মুম্বাইয়ে জরুরি অবতরণ করে। হুমকির বার্তায় ‘১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর ধাঁচের বিস্ফোরণের’ কথা উল্লেখ করা হয়েছিল। ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, ইন্ডিগোর একটি ফ্লাইট নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইয়ে ডাইভার্ট করা হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং সব ধরনের নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষার পর বিমানটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়। বিমান চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে হায়দরাবাদে পৌঁছানোর কথা ছিল, কিন্তু হুমকির কারণে মুম্বাইয়ে অবতরণ করে।