এনডিটিভি অনলাইন : জম্মু-কাশ্মীরের যে অংশটি বর্তমানে পাকিস্তানের দখলে রয়েছে, সেখানকার বাসিন্দারা স্বেচ্ছায় এবং শিগগিরই ভারতে ফিরে আসবেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন যে সন্ত্রাসাবাদ দমন ইস্যুতে নয়াদিল্লী তার কৌশল পুনর্বিবেচনা ও পুনঃনির্ধারণ করেছে এবং ইসলামাবাদের সঙ্গে শুধুমাত্র সন্ত্রাসাবাদ দমন এবং পাকিস্তানের দখলকৃত কাশ্মির নিয়ে সংলাপ হতে পারে।
গত বৃহস্পতিবার নয়াদিল্লীতে অনুষ্ঠিত সিআইআই বিজনেস সামিট সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনাথ সিং। সেখানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে পাকিস্তানের দখলকৃত কাশ্মির আমাদের এবং সেখানে বসবাসকারীরা আমারেদ পরিবারের অংশ। আমাদের পূর্ন বিশ্বাস আছে যে পাকিস্তানী কাশ্মিরে আমাদের যেসব ভাই-বোন ভৌগোলিক ও রাজনৈতিক কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, নিজেদের আত্মার ডাকে সাড়া দিয়ে শিগগিরই তারা ভারতের জম্মু-কাশ্মিরে ফিরে আসবেন।” রাজনাথ সিং দাবি করেন, পাকিস্তানি কাশ্মিরের বসবাসকারীদের মধ্যে অল্প কয়েকজন ‘বিভ্রান্ত’ বা ‘ভুল পথে চালিত’। বাকিদের অধিকাংশই ভারতের সঙ্গে ‘গভীর সংযোগ’ বোধ করেন। “ভারত সবসময় হৃদয়ের সংযোগের পক্ষে কথা বলে। আমরা বিশ্বাস করি যে ভালবাসা, ঐক্য ও সত্যের পথে চললে সেই দিন খুব দূরে নয় যেদিন পাকিস্তানের দখলকৃত কাশ্মির, যা আমাদের অংশ, ফিরে আসবে এবং বলবে‘আমি ভারত এবং আমি ফিরে এসেছি।” “আরেকটি কথা হলো, ইসলামাবাদ নয়াদিল্লিকে সংলাপে আসার আমন্ত্রণ জানিয়েছে। সংলাপ যদি সন্ত্রাসবাদ দমন ও পাকিস্তানি কাশ্মির নিয়ে হয় তাহলে আমরাও সংলাপে আগ্রহী।” ১৯৪৭ সালের আগস্টে ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের সময় থেকে কাশ্মির সংকটের শুরু।