ভারতের আহমেদাবাদ শহরের আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে ২৬ জন মুসলিম গতকাল শনিবার গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৭৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ২৬৫। এই হতাহতের নতুন হিসাব দুর্ঘটনাটিকে ২১শ, শতাব্দীর অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত করেছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যারা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন। এএফপি, দ্য ইসলামিক ইনফরমশন।

বিমানটি বিধ্বস্ত হয়ে শহরের বিমানবন্দরের কাছাকাছি আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ায় মাটিতে আরও অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। সরকারি ভাবে মৃতের সংখ্যা তখনই চূড়ান্ত করা হবে, যখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানে থাকা ক্রু সদস্য ছিলেন ১২ জন। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পর মাত্র ১০০ মিটার (প্রায় ৩৩০ ফুট) ওপরে উঠেই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কিছুক্ষণ আগে এটি জরুরি সংকেত (মেডে কল) পাঠিয়েছিল। গত শুক্রবার ঘটনাস্থল থেকে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। অপর ব্ল্যাক বক্সটি খুঁজে পেতে এখনো কাজ করছে ফরেনসিক দল। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এটি ৭৮৭ ড্রিমলাইনারের প্রথম বড় ধরনের দুর্ঘটনা।

এয়ার ইন্ডিয়া প্রকাশিত যাত্রী তালিকা থেকে নিম্নোক্ত মুসলিম যাত্রীদের নাম নিশ্চিত করা হয়েছে, যদিও পাসপোর্টের বিস্তারিত গোপন রাখা হয়েছে।

ফাইজান রফিকদ হালানি বদরুদ্দিন হাসান আলী হালানি মালেকবেন রজব আলী হালানি ইয়াসমিন বদরুদ্দিন

মাস্টার মোহাম্মদ আদনান

মিস্টার সাজেদাবেন সেলিম

নানাবাওয়া আকীল

নানাবাওয়া এস. (শিশু)

পদারিয়া মারিয়াম ইনায়াত

পটেল সাহিল সেলিম ইব্রাহিম

সৈয়দ ইনায়াত আলী সৈয়েদ মিয়া

সৈয়দ নাফিসাবানু ইনায়াত আলী

সৈয়দ তাসকিন ইনায়াত আলী

সৈয়দ ওয়াকিল আলী ইনায়াত আলী

সৈয়দ আমানি আলী (শিশু)

সৈয়দ জাভেদ আলী

সৈয়দ মারিয়াম জাভেদ আলী

সৈয়দ জায়ন আলী (শিশু)

তাজুম আদম

তাজু হাসিনা আদম

তপেলিওয়ালা এস.

ভোহরা ইয়াসমিন ইয়াসিন ভাই

ভোহরা জেড. (শিশু)

শেঠওয়ালা এফ. (শিশু)

ভোরা সালমাবেন রাজাকভাই

ভোরাজি হান্না ইব্রাহিম

ভারতের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে সমন্বয় করে দাফনের প্রস্তুতি ও মানসিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।