এপি: ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় যাত্রীবাহী ট্রেনটি মঙ্গলবার বিকেলে রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বিলাসপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সিনিয়র সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল সংবাদ সংস্থা-দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, যাত্রীবাহী ট্রেনটি পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রী ট্রেনের একটি ডিবি মালবাহী ট্রেনের বগির ওপর উঠে যায়। দীর্ঘ শ্রমের পর উদ্ধারকারী দল ওই ডিবিটিকে মাটিতে নামাতে সক্ষম হয়।এছাড়া লোহা কাটার ব্যবহার করে আরও তিনটি লাশের খুঁজে বের করা হয়। গতকাল বুধবার ভোরে উদ্ধার কাজ শেষ হয় এবং দুর্ঘটনাস্থলের মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। লাশর মধ্যে যাত্রী ট্রেনের চালক ছিলেন। তার নারী সহ-চালক গুরুতর আহত হন। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এশিয়া
ভারতে যাত্রী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ নিহত ১১
ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় যাত্রীবাহী ট্রেনটি মঙ্গলবার বিকেলে রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-পূর্বে