এএফপি,আনাদোলু এজেন্সি : যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য মার্কিন আমন্ত্রণ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বোর্ড অব পিস’ এ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বোর্ডটি ঘিরে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
এশিয়া
গাজা শান্তি বোর্ড
ট্রাম্পের আমন্ত্রণে রাজি হলেন আমিরাতের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য মার্কিন আমন্ত্রণ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।