এশিয়া
সিরিয়ায় ইসরাইলী বিমান হামলা
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ার বিরুদ্ধে সর্বশেষ আগ্রাসনে ইসরায়েল দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে। তাদের ট্যাঙ্কগুলি দক্ষিণ-পশ্চিম কুনেইত্রা অঞ্চলে অগ্রসর হয়েছে।
Printed Edition

১৪ মার্চ, রয়টার্স : প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ার বিরুদ্ধে সর্বশেষ আগ্রাসনে ইসরায়েল দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে। তাদের ট্যাঙ্কগুলি দক্ষিণ-পশ্চিম কুনেইত্রা অঞ্চলে অগ্রসর হয়েছে। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দামেস্কের উত্তর-পশ্চিমে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালানো হয়েছে।
ইসরাইলী সামরিক বাহিনী প্রকাশিত একটি ছোট ভিডিওতে একটি ভবনের প্রান্তে বিস্ফোরণের পর ঘন ধোঁয়া দেখা গেছে। স্থানীয় প্যারামেডিকরা জানিয়েছেন যে সর্বশেষ হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। দামেস্কের দক্ষিণে কিসওয়াহ শহর এবং দারা’আ প্রদেশের বেশ কয়েকটি অংশে ইসরাইলী বিমান হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার অন্যত্র, ইসরাইলী বাহিনী ট্যাঙ্ক এবং সামরিক যানবাহন নিয়ে আল-কুনেইত্রা অঞ্চলের গ্রামাঞ্চলে অগ্রসর হয়েছে। সাবেক সামরিক স্থাপনাগুলিতে বিস্ফোরণ ঘটিয়েছে। গত সপ্তাহে একজন ইসরাইলী নেসেট সদস্য প্রকাশ্যে সিরিয়াকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন। বোয়াজ বিসমুথ বলেন, আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ায় কোনও সামরিক বাহিনীর উত্থান হতে দেবে না। ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, দক্ষিণ সিরিয়ায় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বা নতুন শাসকদের সাথে যুক্ত অন্য কোনও বাহিনীর উপস্থিতি তাদের সরকার সহ্য করবে না।