কানাডা কি সত্যিই হারিয়ে যাচ্ছে?
দ্রুত জনসংখ্যা বৃদ্ধির বদলে অভিবাসন নির্ভর নীতিতেই কানাডা আজ জনসংখ্যাগত সঙ্কটে। দেশটির জন্মহার গত চার দশক ধরে প্রতি নারী ১.৫ থেকে ১.৭ সন্তানের মধ্যে সীমাবদ্ধ। অথচ একই সময়ে জনসংখ্যা বেড়েছে ৩০ মিলিয়ন থেকে ৪১.২ মিলিয়নে—শুধুমাত্র অভিবাসনের কারণে। লেখক জনাথন স্টিফেন হ্যারি রাইলি তাঁর বিশ্লেষণে বলেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২২শ শতকের শুরুতে কানাডার জনসংখ্যা ১০ কোটিরও বেশি হবে। তবে সরকার এখন অভিবাসন কমানোর নীতিতে ফিরছে—যেখানে বার্ষিক অভিবাসীর সংখ্যা ৫ লাখ থেকে ২০২৭ সালের মধ্যে সাড়ে ২ লাখে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। রাইলির মতে, “অভিবাসীরা স্থানীয় সমাজে সম্পূর্ণভাবে মিশে যেতে সময় নেয়। আর কানাডিয়ানরা নিজেদের পরিচয় নিয়েই বিভ্রান্ত—কানাডিয়ান মানে কী, তা নির্ধারণে তারা ব্যর্থ।”
তিনি উল্লেখ করেন, গত চার দশকে নেতৃত্বের ধারাবাহিক পরিবর্তন দেশটির সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করেছে। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডাকে “প্রথম পোস্ট–ন্যাশনাল দেশ” বলে অভিহিত করেছিলেন—যা অনেকের কাছে জাতীয় চেতনা ধ্বংসের প্রতীক। রাইলির মতে, পশ্চিমা সমাজে জাতীয়তাবাদকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ট্রমা ও বুদ্ধিজীবী শ্রেণির প্রভাবের কারণে। কিন্তু একই সময় ভারতের মতো দেশগুলো দেশপ্রেম ও জাতীয়তাবাদকেই স্বাধীনতার শক্তি হিসেবে ব্যবহার করেছে। তিনি লেখেন, “ভারত একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল, কিন্তু দেশপ্রেমই তাদের মুক্তি এনে দিয়েছে। বিপরীতে কানাডিয়ানদের মধ্যে জাতীয় গর্বকে অনেকাংশে দমন করা হয়েছে।” লেখাটি কানাডার অতীতেও দৃষ্টি দেয়—যেখানে ১৮১২ সালের যুদ্ধ (ডধৎ ড়ভ ১৮১২)-এর সময় কানাডিয়ান ও ব্রিটিশরা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল।
জন্মহার কমার পেছনের কারণ
রাইলি বিশ্লেষণ করেছেন, আধুনিক সমাজ নারীর প্রজনন-চক্রকে উপেক্ষা করে গড়ে উঠেছে। ক্যারিয়ার, উচ্চশিক্ষা ও অর্থনৈতিক চাপ নারীদের মাতৃত্ব বিলম্বিত করছে। ব্রিটিশ কলাম্বিয়া মেডিকেল জার্নালের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, কানাডায় প্রথমবার মাতৃত্ব গ্রহণের গড় বয়স এখন ৩২ বছর এক মাস। রাইলির মতে, “অনেক নারী সন্তান নিতে চান, কিন্তু সময় চলে যায়—তখন আর সম্ভব হয় না।” তিনি ২০১৭ সালের দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনের তথ্য দেন, যেখানে দেখা যায়, সন্তানহীন নারীদের ৯০ শতাংশই সন্তান চেয়েছিলেন, কিন্তু মাত্র ৯ শতাংশের ছিল শারীরিক সমস্যা। এছাড়া সমাজের ভোগবাদী সংস্কৃতি ও বিলাসী জীবনধারাও সন্তান নেওয়ার ইচ্ছা কমাচ্ছে। নারী বা পুরুষ—উভয়ই জীবনের সাফল্যকে সন্তানহীন স্বাধীনতার সঙ্গে গুলিয়ে ফেলছেন।
আধুনিকতার ফাঁদে মানুষ
রাইলি বলেন, “আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ব্যক্তিগত স্বাধীনতা, ভোগবাদ ও যৌন তৃপ্তিকে জীবনের সাফল্য মনে করা হয়। সন্তান নেওয়া মানে দায়িত্ব, ত্যাগ—যা আধুনিক সমাজে অনাকাঙ্ক্ষিত।” তিনি ব্রিটিশ লেখক ও পডকাস্টার লুইস পেরির বক্তব্য উদ্ধৃত করে বলেন, “আধুনিক সংস্কৃতিতে মাতৃত্ব ও বয়োজ্যেষ্ঠ নারীর ভূমিকা অবমূল্যায়িত।” পেরি উদাহরণ দেন গায়িকা ম্যাডোনা ও কারদাশিয়ানদের, যারা “চিরযৌবনের প্রতীক” হিসেবে মাতৃত্ব এড়িয়ে চলেন—যা তরুণ প্রজন্মকে প্রভাবিত করছে। রাইলি মনে করেন, “সন্তান জন্ম দেওয়া এখন কেবল জৈবিক নয়, নৈতিক সিদ্ধান্তও। কিন্তু অনেকেই নিজেদের স্বার্থে এমন সিদ্ধান্ত বিলম্বিত করেন—এবং অনেক সময় তা চিরতরে হাতছাড়া হয়।”মিডিয়াম
লাহোরে নাটকীয়ভাবে কমল ৭০ শতাংশ বায়ুদূষণ
পাকিস্তানের লাহোরে ‘অ্যান্টি-স্মোগ গান ব্যবহারে’ নাটকীয়ভাবে ৭০ শতাংশ বায়ুদূষণ কমে গেছে, যা দেশটির ইতিহাসে অন্যতম মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো লাহোরের কাহনায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মোগ গান ব্যবহার করা হয়েছে। পরিবেশ সুরক্ষা বাহিনী (ইপিএফ) জানিয়েছে, এই অভিযানে এলাকার বায়ুদূষণ নাটকীয়ভাবে কমে গেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৬৬৬ থেকে নেমে আসে ১৭০-এ, যা প্রায় ৭০ শতাংশ দূষণ কমার প্রমাণ। পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ অভিযানের সফলতার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশে কাহনায় পরিচালিত প্রথম অ্যান্টি-স্মোগ গান অভিযান উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। উন্নত মনিটরিং সিস্টেমের মাধ্যমে এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে দূষণ কমার হার নিশ্চিত করা হয়েছে।” বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায়ই লাহোরের নাম উঠে আসে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকে। এক কোটি ৪০ লাখ মানুষ এই শহরটিতে দীর্ঘ ছয় মাস ধরে ডব্লিউএইচও’র অনুমোদিত সীমার ২০ গুণ বেশি মাত্রার দূষিত বায়ু শ্বাসযন্ত্রে নিতে বাধ্য হয়। এ অবস্থায় অ্যান্টি-স্মোগ গান চালু করা পাঞ্জাব সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবেশ সুরক্ষা বাহিনী জানিয়েছে, এ প্রযুক্তি বায়ুদূষণের ক্ষতিকর ভাসমান কণাগুলো দমন করে আর্দ্রকরণের মাধ্যমে বাতাসের গুণমান উন্নত করে। জিও নিউজ