প্রেস টিভি : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের বিরুদ্ধে নতুন আরও একটি প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করার দাবি করেছে। হুথি গত সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলকৃত ইয়াফা এলাকার বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হুথি বলেছে, আল্লাহর করুণায় অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। ৪০ লাখ ইসরাইলীকে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হুথি জানিয়েছে, তারা গাজার অবস্থা পর্যবেক্ষণ করছে। অবরুদ্ধ উপত্যাকাটির জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। হুথি আরও বলেছে, তারা আল-কাসাম ব্রিগেড এবং আল-কুদস ব্রিগেড এবং সমস্ত বীর মুজাহিদিনদের প্রতি তাদের আরব ও ইসলামী জিহাদি সামরিক সালাম জানাচ্ছে যারা জাতিকে রক্ষা করে যখন অন্যরা তাদের জীবন উৎসর্গ করছে।