বন্দুকধারীর হামলায় নিহত ৪
যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজন সাবেক সেনাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডার দ্য আউল বারে এই গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে মন্টানা ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন।এ দুর্ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে সাবেক মার্কিন সেনা মাইকেল পল ব্রাউন হিসেবে শনাক্ত করা হয়েছে। বারের মালিক ডেভিড গোয়ার্ডার এবং পাবলিক রেকর্ডার অনুসারে, ৪৫ বছর বয়সি ব্রাউন বারের পাশেই থাকতেন। তবে ঘটনার সময় বারে উপস্থিত ছিলেন না গোয়ার্ডার। তিনি বলেন, ব্রাউন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে একজন বার অ্যাটেন্ডার এবং তিনজন পৃষ্ঠপোষককে হত্যা করা হয়।তিনি আরও বলেন, ‘তিনি (সন্দেহভাজন ব্যক্তি) বারে থাকা সবাইকে চিনতেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে, তাদের কারও সঙ্গেই তার কোনো বিরোধ ছিল না। আমার মনে হয় তিনি কিছু একটা চুরি করেছেন।’মন্টানার সিনেটর স্টিভ ডেইনস বলেছেন, ড্রোনের সাহায্যে ‘ব্যাপক অনুসন্ধান’ চলছে। আল জাজিরা।
বিক্রি হলো মাইকেল জ্যাকসনের নোংরা মোজা
পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের পরা একটি মোজা নিলামে আট হাজারেরও বেশি ডলারে বিক্রি হয়েছে। প্রয়াত এই পপ সুপারস্টার মোজাটি ১৯৯০-এর দশকে ফ্রান্সে একটি কনসার্টের সময় পরেছিলেন। ১৯৯৭ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় শহর নাইমস-এ কনসার্টের পরে জ্যাকসনের ড্রেসিং রুমের কাছে একজন টেকনিশিয়ান ব্যবহৃত মোজাটি ফেলে দেওয়া অবস্থায় পেয়েছিলেন। বিক্রয়ের জন্য রাখার আগে এটি ২৮ বছর ধরে একটি ফ্রেমে সংরক্ষিত ছিল। রহঃবৎবহপযবৎবং.পড়স অনুসারে, ১৯৯৭ সালে তার হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুরের সময় স্ব-শৈলীর ‘কিং অফ পপ’ সাদা অ্যাথলেটিক মোজা পরেছিলেন।এছাড়া জ্যাকসনকে তার হিট বিলি জিন পরিবেশনার ক্লিপগুলোতেও মোজাজোড়া পরতে দেখা যায়। ওয়েবসাইটে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, অফ-হোয়াইট মোজাটি দাগে ঢাকা পড়ে গেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটিতে বসানো পাথরগুলো হলুদ হয়ে গেছে। ‘এটি সত্যিই একটি ব্যতিক্রমী জিনিস-এমনকি মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্যও একটি আবেগীয় জিনিস।’ প্রাথমিকভাবে, ৩ হাজার থেকে ৪ হাজার ইউরো (৩ হাজার ৪০০-৪ হাজার ৫০০ ডলার) মূল্যের মোজাটি নিমস নিলাম ঘরে ৭ হাজার ৬৮৮ ইউরো (৮ হাজার ৮২২ ডলারে) বিক্রি হয়েছে। এএফপি
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ১০২ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের মতে, দিবাগত রা ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূতহয়। পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন। সামা টিভি
অবৈধ অভিবাসী খনি শ্রমিক গ্রেফতার
দক্ষিণ আফ্রিকায় প্রায় এক হাজার অবৈধ অভিবাসী খনি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ শুক্রবার দেশের উত্তর-পূর্বে সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।আরও শ্রমিক গ্রেফতার হতে পারে, কারণ এখনও ভূগর্ভে অবৈধ খনি শ্রমিক রয়েছে। পুলিশের মুখপাত্র ডোনাল্ড মোধলুলি বলেছেন, ুতারা বেরিয়ে আসার সাথে সাথে তাদের গ্রেফতার করা হয়েছে।” গত সোমবার থেকে শুরু হওয়া পুলিশ অভিযানে এসওয়াতিনি এবং মোজাম্বিকের সীমান্তবর্তী বারবারটন গ্রামের কাছে গোপন খনি শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। এটি খনি নিরাপত্তা এবং পুলিশের মধ্যে একটি যৌথ অভিযান। প্রায় এক হাজার অবৈধ খনি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সেখানে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের ঘটনা রেকর্ড করা হয়নি। জোহানেসবার্গের পশ্চিমে স্টিলফন্টেইন শহরের কাছে একই ধরনের অভিযান চালানোর এক বছরেরও কম সময়ের মধ্যে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। যেখানে জানুয়ারিতে তাদের খনিগুলো চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়ার আগে কমপক্ষে ৯০ জন গোপন খনি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। আল-আরাবিয়া, এসএবিসি নিউজ, দ্য পেনিনসুলা কাতার, এএফপি।