মেহের নিউজ : ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি যৌথ বার্তা দিয়েছে ইরান, রাশিয়া ও চীনের জাতিসংঘ প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার ভিয়েনায় জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি রেজা নাজাফি, রাশিয়া ও চীনের প্রতিনিধি দলের সঙ্গে আইএইএ প্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিতে চলমান সহযোগিতা ও সংলাপ চালিয়ে যাওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে, এই প্রক্রিয়ায় আইএইএ যেন একটি পেশাদার ও গঠনমূলক ভূমিকা রাখতে পারে, সেই আহ্বান জানানো হয়। বৈঠকে তারা গ্রোসির কাছে একটি যৌথ বার্তা তুলে দেন। যেখানে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে নানা দিক উঠে আসে। একটি সূত্র বার্তা সংস্থাকে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা আলোচনা আজ শনিবার ওমানে অনুষ্ঠিত হবে। যা হবে ওমানের মধ্যস্থতায় একটি পরোক্ষ আলোচনা। আর আলোচনাটি হবে মূলত কারিগরি বিষয়ে।

সূত্রটি আরও জানায়, ওমানের মাসকটে অনুষ্ঠেয় এ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং আলোচনার মূল বিষয়বস্তু হবে পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয়ে। সূত্রটি আরও জানায়, ‘এ আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মধ্যে পরোক্ষভাবে ও ওমানি বিশেষজ্ঞদের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে’। গত দুই সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র ইতালি ও ওমানে দুই দফা আলোচনা সম্পন্ন করেছে। তৃতীয় দফার এই বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।