রয়টার্স : ‘অপারেশন সিঁদুর’-এর কারণে ভারতে বন্ধ করে দেওয়া সব বিমানবন্দর আজ সোমবার থেকে আবার চালু হয়ে গেল। ৭ মে পাকিস্তানে ঝটিকা আক্রমণের পর উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকাল সোমবার থেকে সেগুলো আবার চালু হয়। ভারতের এয়ারপোর্ট অথরিটি (এএআই) আজ এ কথা জানিয়েছে।

গত শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও রাতে কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের কোনো কোনো লক্ষ্যবস্তুতে পাকিস্তান আঘাত হানে। ভারতীয় সেনারা তা প্রতিহত করে বলে জানান তাঁরা। গতকাল রোববার নতুন করে কোনো আক্রমণ না হওয়ায় আজ থেকে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দিল্লি বিমানবন্দরের ওপর চাপ অনেকটাই কমে যাবে।

বন্ধ করে দেওয়া বিমানবন্দরগুলোর মধ্যে ছিল কাশ্মীরের শ্রীনগর, জম্মু, অবন্তীপুর; পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, আধমপুর, আম্বালা, লুধিয়ানা, পাঠানকোট, পাটিয়ালা, হালওয়ারা, ভাটিন্ডা; হিমাচল প্রদেশের শিমলা, কুলু মানালি, কাংড়া; রাজস্থানের জয়সলমির, যোধপুর, বিকানির, উত্তরলাই, কিষেনগড়; লাদাখের লেহ, থোইসে; গুজরাটের ভূজ, কান্ডলা, মুন্দ্রা, রাজকোট, পোরবন্দর, নালিয়া, কেশড ও উত্তর প্রদেশের হিন্দন ও সারসোয়া।