রয়টার্স : ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। আহত হয়েছেন অন্তত তিন ডজন শ্রমিক। রাজ্য সরকারের কর্মকর্তারা গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। রাজ্যের রাজধানী হায়দরাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরের তুরকাপল্লী শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজের কারখানায় সোমবার এই বিস্ফোরণ ঘটে। রাজ্য দমকল বিভাগের পরিচালক জি ভি নারায়ণা রাও জানান, ঘটনাস্থল থেকে ৩৪টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন হাসপাতালে দগ্ধ অবস্থায় মারা গেছেন। রাও বলেন, পুরো কারখানার কাঠামো ধসে পড়েছে। আগুন নিভে গেছে, তবে ধ্বংসস্তূপ সরাতে আরও কয়েক ঘণ্টা লাগবে। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। রাও আরও জানান, সিগাচি ইন্ডাস্ট্রিজের এই কারখানায় স্প্রে ড্রায়ার ইউনিটে বিস্ফোরণ ঘটেছে। সেখানে ওষুধ তৈরির জন্য কাঁচামাল গুঁড়ো করা হয়। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নারসিমহা বলেন, বিস্ফোরণের সময় কারখানায় ১০৮ জন শ্রমিক ছিলেন। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে ও বিকৃত হয়েছে যে শনাক্ত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে।
এশিয়া
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। আহত হয়েছেন অন্তত তিন ডজন শ্রমিক। রাজ্য সরকারের কর্মকর্তারা গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন