ওয়াফা,আল-জাজিরা : গাজায় যুদ্ধবিরতির মধ্যেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সর্বশেষ শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। এ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন। মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত এ হামলার লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিস, গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকা এবং অবরুদ্ধ উপত্যকার অন্যান্য নানা এলাকা। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসে এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ইসরাইলের ড্রোন হামলার শিকার হয়। ফিলিস্তিনের সংবাদ সংস্থা জানিয়েছে, জেইতুন এলাকার পূর্ব দিকে দুই যুবককে ইসরাইলি সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে। প্রতিবেদক তারেক আবু আজ্জুম রোববার বলেছেন, ‘গাজা সিটির কেন্দ্র ও পূর্বাঞ্চলীয় কমিউনিটিগুলোতে ইসরাইলের ড্রোন ওড়ার শব্দ শুনতে পাচ্ছি। এছাড়া, হলুদ সীমারেখার বাইরে থেকেও আওয়াজ আসছে।’ তিনি আরও জানান, ‘সর্বশেষ এ হামলায় ইসরাইলের সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফা, খান ইউনিসের পূর্বাংশ ও জাবালিয়া শরণার্থী শিবিরে বহুভবন ধ্বংস হয়ে গেছে। নিয়ন্ত্রণের এলাকা বাড়ানোর উদ্দেশ্যেই ইসরাইল এমন হামলা পরিচালনা করছে।’ইসরাইলি সেনাবাহিনী তিন জন হত্যার তথ্য স্বীকার করেছে। তাদের দাবি, নিহতরা ইসরাইলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করছিল। এর মধ্যে একজন সামরিক সরঞ্জাম চুরিও করেছে। এদিকে, গাজার ছিটমহেলে মানবিক সংকট আরও তীব্রতর হচ্ছে। ইসরাইলি অবরোধে পর্যাপ্ত জরুরি জিনিসপত্রের সরবরাহ সম্ভব হচ্ছে না। গতকাল শনিবার তীব্র ঠান্ডার কারণে সাত দিন বয়সি এক ফিলিস্তিনি শিশু মারা গেছে।
এশিয়া
রাতভর ইসরাইলী হামলায় তিন ফিলিস্তিনী নিহত
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সর্বশেষ শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। এ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।