খামা প্রেসে : অবাস্তব দাবি এবং মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও সহযোগিতার অভাবের পাকিস্তানের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছেন তালেবানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাঈম তার দাবি, ইসলামাবাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল পাকিস্তানি প্রতিনিধিদলের ‘অবাস্তব দাবি’। গত মঙ্গলবার তালেবানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান সরকারের সদিচ্ছা এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তানি পক্ষের ‘দয়িত্বজ্ঞানহীন ও অসহযোগী আচরণ’ আলোচনা ফলপ্রসু হতে বাধাগ্রস্ত করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর কিছু অংশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী নয় বলে দাবি করেন তিনি। মোহাম্মদ নাঈম বলেন, পাকিস্তানের সব নিরাপত্তা সমস্যার জন্য তালেবানকে দোষারোপ করা ‘অযৌক্তিক’। পাকিস্তান যখনই ‘সদিচ্ছা প্রদর্শন করবে এবং যুক্তিসঙ্গত দাবি করবে’, তখনই তালেবানরা কূটনীতি এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা। পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না। তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।
এশিয়া
পাকিস্তানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণ জানাল তালেবান
অবাস্তব দাবি এবং মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও সহযোগিতার অভাবের পাকিস্তানের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছেন তালেবানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাঈম তার দাবি, ইসলামাবাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনা
Printed Edition