ইপিএ, রয়টার্স

পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশপ্রধান আদনান খান জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মাঝেই হামলাকারী বিস্ফোরকভর্তি জ্যাকেট বিস্ফোরণ ঘটায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় বিয়ের অনুষ্ঠান চলছিল এবং অতিথিরা ঢোলের তালে নাচছিলেন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। আদনান আরও জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শুক্রবার ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল।

এ ঘটনার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর দিকে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক হামলার সঙ্গে জড়িত এই গোষ্ঠী আফগান তালেবানের সঙ্গে মিত্র হলেও আলাদা সংগঠন। উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসে। এরপর থেকেই টিটিপি আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে টিটিপির অনেক নেতা ও যোদ্ধা নিরাপদ আশ্রয় পেয়েছে বলে ধারণা করা হয়।