পাকিস্তানে বন্যার্তদের উদ্ধারকারী নৌকা উল্টে পাঁচজনের মৃত্যু
পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার মধ্যে দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত শনিবার মুলতান জেলায় বন্যার্তদের বহনকারী একটি নৌকা প্রবল স্রোতে উল্টে যায়। তবে উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে অধিকাংশ যাত্রীকে বাঁচাতে সক্ষম হন।রাভি, শতলুজ ও চেনাব নদীর প্লাবনে ইতোমধ্যেই ৪ হাজার ১০০টির বেশি গ্রাম ডুবে গেছে। পাঞ্জাব রিলিফ কমিশনার নাবিল জাভেদের তথ্য অনুযায়ী, ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দুই মিলিয়নেরও বেশি মানুষ। গবাদি পশু রক্ষায় এখন পর্যন্ত ১৫ লাখের বেশি প্রাণীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। দুর্গতদের সহায়তায় ৪২৩টি ত্রাণ শিবির, ৫১২টি চিকিৎসাকেন্দ্র এবং ৪৩২টি পশুচিকিৎসা পোস্ট স্থাপন করেছে কর্তৃপক্ষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে বর্ষাজনিত বন্যায় প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার জানাচ্ছেন, বন্যায় পুরো গ্রাম পরিত্যক্ত হয়ে গেছে। মানুষ ঘর-বাড়ি, ফসল, এমনকি আমের বাগান ফেলে প্রাণ বাঁচাতে ছুটছে। সাধারণত সেপ্টেম্বরে বর্ষা শেষ হওয়ার কথা থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই দশম দফা মৌসুমি বর্ষণ শুরু হতে পারে। আলজাজিরা
এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৮৮২ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১২ হাজার ৯৭৫ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ১৮৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৭২২ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশকারী কোনও ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকদের ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আরব নিউজ, সৌদি প্রেস এজেন্সি