ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়াল পাকিস্তান
ভারতের নিবন্ধিত ও পরিচালিত সব ধরনের উড়োজাহাজ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা আরো এক মাসের জন্য বাড়িয়েছে ইসলামাবাদ। এই নিষেধাজ্ঞা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা ভারত থেকে আসা বা ভারতগামী বেসামরিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য, যা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে। প্রাথমিকভাবে, গত ২৩ এপ্রিল এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এরপর থেকে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে।
গত ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে নয়াদিল্লি গৃহীত পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গন্তব্যে পৌঁছানোর জন্য ভারতীয় বিমানগুলোকে বেশ দীর্ঘ রুট ঘুরে পাড়ি নিতে হচ্ছে।ডন
আর্মেনিয়ায় ৬ ধর্মগুরু গ্রেপ্তার
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় চার্চের দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন এক পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এক বিশপসহ ছয়জন ধর্মযাজককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আরাগাটসোটন ডায়োসিসের প্রধান বিশপ এমক্রতিচ প্রোশ্যন। তাঁর আইনজীবী আরা জোগরাবিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, তিনি এখনো তাঁর মক্কেলসহ অন্য আটক ব্যক্তিদের অবস্থান জানতে পারছেন না। দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, ছয় ধর্মযাজকের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে তদন্ত শুরু হয়েছে। আর্মেনিয়ার মানবাধিকার রক্ষাকারী দপ্তরের প্রধান আনাহিত মানাসিয়ান জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই করতে একটি জরুরি তদন্ত দল পাঠানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাশিনিয়ান সরকারের সঙ্গে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছে। সরকার চার্চের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলছে। অন্যদিকে, চার্চের দাবি প্রধানমন্ত্রী পাশিনিয়ান সচেতনভাবে জাতীয় এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে দুর্বল করার চেষ্টা করছেন। এর আগে চলতি মাসের শুরুতে আর্চবিশপ মিখাইল আজাপাহিয়ানকে ‘অভ্যুত্থান উসকে দেওয়ার’ অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। সর্বশেষ গ্রেপ্তার হওয়া বিশপ এমক্রতিচ প্রোশ্যন হলেন আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান দ্বিতীয় ক্যাথলিকোস কারেকিনের ভাতিজা। ফলে এই গ্রেপ্তারকে চার্চের ভেতরে গভীর সংকটের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স