ইন্ডিয়া টুডে , জিও নিউজ : দুর্ভোগ যেন কিছুতেই থামছে না ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। এবার সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝপথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। গতকাল মঙ্গলবার ভোররাতে পশ্চিমবঙ্গের কলকাতায় নির্ধারিত যাত্রাবিরতির সময় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই বিমান। কিন্তু কলকাতার কাছে এসেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। বিমানের এক ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে বিমানটি দ্রুত অবতরণ করে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। রাতে পেরিয়ে মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। সব যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট এআই১৮০, বোয়িং ৭৭৭-২০০এলআর মডেলের এই বিমানটি রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতায় অবতরণ করে। রাত ২টায় মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তবে, যাত্রাবিরতির সময় বিমানের বামদিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিমানে ঘোষণা দিয়ে সকল যাত্রীকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।