২৭ মার্চ, রয়টার্স, এএফপি : ফরাসি সংবাদমাধ্যমের সাংবাদিক ইয়াসিন আকগুলকে মুক্তি দিয়েছে তুরস্কের একটি আদালত। এই সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর কারাদণ্ডের বিরুদ্ধে গণবিক্ষোভের খবর প্রচারের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ইয়াসিনকে আদালত মুক্তি দিয়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
রোববার দুর্নীতির অভিযোগে ইমামোগলুর গ্রেফতার তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছে। ওই বিক্ষোভের সময় দেশব্যাপী ব্যাপক ধরপাকড় করা হয়েছে।
মঙ্গলবার একটি আদালত সাতজন সাংবাদিককে বিচার চলাকালীন কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাদের মধ্যে এএফপির ইয়াসিন আকগুলও ছিলেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘অবৈধ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ’ এবং ‘বিক্ষোভ চলাকালীন পুলিশের সতর্কতা উপেক্ষা করে সমাবেশ থেকে বের হয়ে যেতে অস্বীকৃতি’ জানানো।
রয়টার্সের দেখা এক আদালতের নথিতে এসব অভিযোগ উল্লেখ করা হয়।