ইমরান খানের দলের শতাধিক নেতাকর্মীর কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের শতাধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। গত বৃহস্পতিবার আদালতের এক আদেশে জানানো হয়েছে, ২০২৩ সালে সেনা স্থাপনাগুলোর ওপর হামলার সাথে জড়িত দাঙ্গার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৫৮ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ৫৮ জনের মধ্যে সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন। বাকি ব্যক্তিদের এক থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআইর জাতীয় ও সিনেটের নেতা ওমর আয়ুব খান ও শিবলি ফারাজ রয়েছেন।রায়ে বলা হয়েছে, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি, ভূমি জালিয়াতি ও সরকারি গোপন নথি ফাঁস করার অভিযোগে বিচারের মুখোমুখি তিনি। আলাদাভাবে একই দাঙ্গার সাথে জড়িত অভিযোগেও বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। রয়টার্স
ক্ষমতা হস্তান্তর করলো মিয়ানমার জান্তা
আগামী ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। নির্বাচন আয়োজনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার সামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা। তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এখনও থাকছেন সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল এবং একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে। এর পাশাপাশি দেশে একটি নতুন বিশেষ কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন তদারকি করবে।তবে জান্তা সরকারের এই পদক্ষেপে মিয়ানমারে প্রকৃতপক্ষে ক্ষমতায় কোনও পরিবর্তনের লক্ষণ দেখা যায়নি। মিয়ানমারে অভ্যুত্থানের হোতা মিন অং হ্লাইং কার্যত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে সর্বময় ক্ষমতার নিয়ন্ত্রণে রয়েছেন। কারণ, তিনি একইসঙ্গে সশস্ত্র বাহিনী প্রধানের দায়িত্বেও বহাল রয়েছেন।মিয়ানমার সরকারের মুখপাত্র জ্য মিন তুন বলেছেন, অভ্যুত্থানের পর থেকে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ সাত দফা বাড়ানোর পর বৃহস্পতিবার তা শেষ হওয়ার কথা ছিল। রয়টার্স
ঝুঁকির মুখে পৃথিবী?
সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিশাল দুটি প্রমিনেন্স (সূর্যের লালাশিখা) মহাকাশে ছুড়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস-এর স্পেস রিসার্চ ইনস্টিটিউটের ল্যাবরেটরি অব সোলার অ্যাস্ট্রোনমি এবং সাইবেরিয়ান শাখার ইনস্টিটিউট অব সোলার-টেরেসট্রিয়াল ফিজিক্স। জুলাই মাসের শেষ দিনে, সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে পরপর দুটি বিশাল প্রমিনেন্স মহাকাশে নিঃসৃত হয়েছে, যেগুলোর প্রত্যেকটির আকার পর্যবেক্ষণের শেষে ছিল প্রায় ১০ লাখ কিলোমিটার। ’দুটি নির্গমনের মাঝে সময়ের ব্যবধান ছিল প্রায় এক ঘণ্টা। বিজ্ঞানীদের মতে, এই দুটি প্রমিনেন্স আকার ও অবস্থানের দিক থেকে প্রায় একই রকম ছিল।সৌর প্রমিনেন্স হলো- সূর্যের পৃষ্ঠ থেকে উদ্গত বিশাল গ্যাসীয় মেঘ যা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি সাধারণত চৌম্বকীয় শক্তির কারণে সূর্যের বায়ুমণ্ডলে ভেসে থাকে এবং কখনো কখনো মহাকাশে ছিটকে পড়ে।যদিও এ দুটি প্রমিনেন্স পৃথিবীমুখী নয়। তবে এমন ঘটনা যদি পৃথিবীর দিকে ঘটে, তবে তা স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশযাত্রীদের নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।মেহের নিউজ
পানি সংকটের দ্বারপ্রান্তে ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অতিরিক্ত পানি ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন। বলেছেন, এর ফলে সেপ্টেম্বরের মধ্যে তেহরান ভয়াবহ পানি সংকটে পড়তে পারে। গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম।সম্পদের সঠিক ব্যবস্থাপনা না হওয়া এবং অতিরিক্ত ব্যবহারের কারণে ইরান বারবার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকটে ভুগছে, বিশেষ করে গ্রীষ্মের চাহিদা বৃদ্ধির মাসগুলোতে।পেজেশকিয়ান বলেন, “তেহরানে যদি আমরা সঠিকভাবে পানির ব্যবহার নিয়ন্ত্রণ না করতে পারি এবং মানুষ সহযোগিতা না করে, তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে বাঁধগুলোতে একফোঁটা পানিও থাকবে না।”পরিবেশ সুরক্ষা সংস্থার পরিচালক শিনা আনসারির মতে, দেশটি গত পাঁচ বছর ধরে খরার পরিস্থিতির মুখোমুখি। আর আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত চার মাসে গড়ের তুলনায় বৃষ্টিপাত ৪০ শতাংশ কমেছে। “টেকসই উন্নয়নকে উপেক্ষা করার ফলে আমরা এখন নানা পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছি, যার মধ্যে পানির চাপ অন্যতম।”অতিরিক্ত পানি ব্যবহার ইরানে পানি ব্যবস্থাপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্স