তেলের ক্রেতা ভারতকে হারিয়েছে রাশিয়া

ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করায় দেশটি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল কেনার ‘অপরাধে’ গত ৬ আগস্ট ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে করে দেশটির ওপর মার্কিন শুল্কের পরিমাণ ৫০ শতাংশে দাঁড়ায়। তেলের ক্রেতা হিসেবে রাশিয়া ভারতকে হারিয়েছে এমন মন্তব্য করে ট্রাম্প গত শুক্রবার বলেন, “পুতিন তেলের একটি ক্রেতা হারিয়েছে। যেমনটা বলা যায়, ভারত। তারা ৪০ শতাংশ তেল আমদানি করছিল। চীন, আপনার জানেন অনেক তেল আমদানি করছে।”তবে কোনো দেশের ওপর রাশিয়ার তেল কেনার জন্য আর বাড়তি শুল্ক আরোপ করবেন না এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, “যদি আমি সেকেন্ডারি নিষেধাজ্ঞা, অথবা সেকেন্ডারি শুল্ক আরোপ করি, তাদের দৃষ্টিকোণ থেকে এটি হবে বিপর্যয়কর। যদি আমার বাড়তি শুল্ক আরোপ করতে হয়, আমি করব। কিন্তু আমার এটি হয়ত করতে হবে না।” এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে অন্যায্য হিসেবে অভিহিত করেছে ভারত। দেশটি বলেছে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় যা করার তাই করবে। ফক্স নিউজ

আলাস্কায় পুতিনের মাথার ওপর উড়ল বি-২ বোমারু বিমান

এলমেনডর্ফ–রিচার্ডসন যৌথ সামরিক বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান ট্রাম্প। আয়োজনে ছিল নজরকাড়া একটি বিমান মহড়া, যা কূটনৈতিক পরিবেশের মাঝেই সামরিক শক্তির একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।পুতিনের অভ্যর্থনার অংশ হিসেবে তার মাথার ওপর দিয়ে উড়ানো হয় একটি বি-২ স্টেলথ বোমারু বিমান। এর সঙ্গে ছিল চারটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং দুই পাশে রাখা ছিল দুটি এফ-২২ ফাইটার জেট। তবে এই মহড়ার নির্দেশনা ট্রাম্প ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পেন্টাগন।বিশ্লেষকরা বলছেন, আলোচনার আগে এমন একটি সামরিক মহড়া রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন হিসেবে দেখা যেতে পারে।বি-২ স্টেলথ বোমারু বিমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত ও ব্যয়বহুল সামরিক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। বিবিসির এক প্রতিবেদনে রয়টার্সের বরাতে জানানো হয়েছে, প্রতিটি বি-২ বিমানের দাম প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। বিমানটি রাডারে খুবই কম দৃশ্যমান, ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম।মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এই মনুষ্যবাহী বোমারু বিমানটি পৃথিবীর যেকোনো প্রান্তে গোপনে প্রবেশ করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।এবিসি নিউজ, বিবিসি ও রয়টার্স

ফ্লাইট বাতিলে ভোগান্তিতে যাত্রীরা

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করছেন এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্টরা। শনিবার থেকে ধর্মঘটে যাওয়ায় এরই মধ্যে ৬২৩টি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। এতে এক লাখেরও বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।এয়ার কানাডার প্রায় ১০ হাজার ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্ব করা কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) বুধবার ৭২ ঘণ্টার নোটিশ দেওয়ার পর আজ থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।এয়ার কানাডা প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করে। তবে ধর্মঘটের আগে থেকেই তারা ধাপে ধাপে ফ্লাইট কমাতে শুরু করে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত সংস্থাটি ৬২৩টি ফ্লাইট বাতিল করে, যা এক লাখেরও বেশি যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলেছে।মজুরি বৃদ্ধির পাশাপাশি, বোর্ডিংসহ স্থলভাগে করা কাজের জন্যও পারিশ্রমিক দাবি করছে ইউনিয়ন। বর্তমানে বিমানের ভেতরে যাত্রী ওঠার সময় বা প্রস্তুতিমূলক নানা কাজে কেবিন ক্রুরা বেতন পান না বলে অভিযোগ রয়েছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্সের প্রধান রাফায়েল গোমেজ এএফপিকে বলেছেন, সারা বিশ্বেই সাধারণত ফ্লাইট অ্যাটেনডেন্টদের শুধু আকাশপথে কাটানো সময়ের জন্যই পারিশ্রমিক দেওয়া হয়। খালিজ টাইমস

গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকের গুলি ও গানপাউডারের কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে।রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, কারখানায় বিস্ফোরণে দুর্ভাগ্যজনভাবে ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে এই মন্ত্রণালয়। দেশটির এই মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন।রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে। ২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন। এএফপি।