২০ মার্চ, রয়টার্স : ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করছে ইসরাইলি সেনাবাহিনী। হুথি বিদ্রোহীদের ওপর চলমান মার্কিন হামলার মধ্যে গতকাল বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। তেল আবিব ও জেরুজালেমে সতর্ক সংকেত শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বাহিনী। বিমানবাহিনীর বরাত দিয়ে সেনাবাহিনী বলেছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসময় সতর্ক সংকেত বাজানো হয়। ইসরাইলি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ওই হামলায় কোনও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি।
এশিয়া
হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করার দাবি ইসরাইলের
ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করছে ইসরাইলি সেনাবাহিনী। হুথি বিদ্রোহীদের
Printed Edition