ইসরাইল ও ইরান একে অপরকে লক্ষ্য করে গতকাল শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে জেরুসালেম, তেল আবিব এবং তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকেই জেরুসালেমের পুরোনো শহর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ও দেশটির সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালায় ইসরাইল। এ ঘটনার পরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইলকে লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরপর ইসরাইলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলা চলাকালে জেরুসালেম ও তেল আবিবের আকাশ অন্ধকারের মধ্যেও বিস্ফোরণের আলোয় ঝলমল করে ওঠে এবং নিচের ভবনগুলো কেঁপে ওঠে। এসময় জনগণকে নিরাপদ স্থানে আশ্রয়ে নেওয়ার জন্য একাধিক সতর্কতা জারি করা হয়। আইওন ওয়েলস জানিয়েছেন, জেরুসালেমে একটি বিস্ফোরণের শব্দ তিনি নিজ কানে শুনেছেন। ইসরাইলী কর্মকর্তা ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। রয়টার্স, বিবিসি, আল জাজিরা, আনাদুলো।
এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত জানিয়েছেন, শুক্রবার ইসরাইলী হামলায় ৭৮ জন নিহত এবং অন্তত ৩২০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে তেহরানের দাবি, ইরানে ইসরাইলী হামলায় দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। চলমান হামলার পর জেরুসালেমের পুরোনো শহরের অন্যতম প্রধান প্রবেশপথ দামেস্ক গেটের সিঁড়ির মুখে ব্যারিকেড বসানো হয়েছে। এমনকি সাধারণত শত শত মুসলিম আল আকসা মসজিদে নামাজের জন্য যান। কিন্তু নিরাপত্তার কারণে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকায় তারাও মসজিদে উপস্থিত হতে পারেননি। ইসরাইলী প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, দেশটির বিমানবাহিনী আবারও ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। আইডিএফ প্রধান অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বলেন, ‘ইরানে পৌঁছানোর পথ তৈরি হয়ে গেছে।’ এদিকে ইসরাইলে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে ইরান। সেই সঙ্গে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকিও দিয়েছে তেহরান।
ইরানে হামলার আগে গোপনে ইসরাইলে ৩০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় আমেরিকা
রয়টার্স, জেরুসালেম পোস্ট, মিডল ইস্ট আই : ইরানে হামলার আগে ইসরাইলে গোপনে তিনশ’ অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে ইসরাইল। এরই অংশ হিসেবে ইরানে হামলার কয়েক দিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরাইলে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। অথচ ট্রাম্প প্রশাসন বলছিল, তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী। এত বিপুলসংখ্যক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইরানে ইসরাইলের হামলার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই ভালোভাবে অবগত ছিল। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ কথা জানান। ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্র যে ইসরাইলে বিপুল পরিমাণে হেলফায়ারসহ অন্যান্য অস্ত্র সরবরাহ করেছে, সে খবর এত দিন প্রকাশিত হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যমকে দুই মার্কিন কর্মকর্তা জানান, ইসরাইলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন সেনাবাহিনী সহায়তা করেছে। হেলফায়ার হলো লেজারনিয়ন্ত্রিত আকাশ থেকে স্থলে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। ইরানের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ঘটাতে এ ক্ষেপণাস্ত্র বিশেষভাবে উপযোগী নয়। তবে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটি কার্যকর।
ইসরাইলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের ॥ আটক দুই পাইলট
তেহরান টাইমস রয়টার্স : ইসরাইলী সেনাবাহিনীর আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে দেশটির পশ্চিমাঞ্চলে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের সেনাবাহিনীর (আরতেশ) এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলট বিমান থেকে বেরিয়ে আসার পর তাকে আটক করা হয়েছে। এর আগে আরও দুটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। এই দুই যুদ্ধবিমানের একজন পাইলট নিহত হয়েছে এবং অন্যজন ধরা পড়েছে। সর্বশেষ ভূপাতিত করা যুদ্ধবিমান থেকেও এক পাইলটকে আটক করা হয়েছে।
‘অপারেশন রাইজিং লায়ন’ নাম দিয়ে ইসরাইলের চালানো হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহসহ অন্তত ২০ জন কমান্ডার নিহত হয়েছেন। সাকল্যে ৭৮ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে প্রায় ১০০ ড্রোন পাঠায় ইরান। এসব ড্রোনের অধিকাংশ ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল। প্রথম হামলার প্রায় ১২ ঘণ্টা পর ইরানে দ্বিতীয় দফায় হামলা চালায় ইসরাইল। একই সময়ে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলে হামলা চালায়। ইসরাইলে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। যুদ্ধবিমান দুটি গতকাল শুক্রবার হামলায় অংশ নিয়েছিল। সেনাবাহিনীর বরাতে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। পাশাপাশি হামলায় নিয়োজিত এক নারী পাইলটকেও আটকের দাবি করা হয়েছে বার্তা সংস্থাটির প্রতিবেদনে।
তবে ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বার্তা সংস্থা তাসনিমের দাবি নিশ্চিত করেনি। তবে মধ্য ইরানের কুম শহরে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে বার্তা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আভিখাই আদ্রাই এই দাবি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি ইরানি গণমাধ্যমটির বিরুদ্ধে মনগড়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন।
ইসরাইল-ইরান চলমান উত্তেজনার কারণে এসব দাবি যাচাই করে দেখতে পারেনি মিডল ইস্ট মনিটর।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএও) জানায়, শনিবার স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত দেশটির আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় উড়োজাহাজ চলাচল–সংক্রান্ত নোটিশ বা নোট্যাম–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এফ-৩৫ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে ধরা পড়ে না। এর কয়েকটি সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বহু দেশ এটি ব্যবহার করে।
ইসরাইলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
আল-জাজিরা : ইসরাইলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবেÍএমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
যুক্তরাজ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গেছে। এমনকি ইসরাইলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের অন্তত সাতজন সেনা আহত হয়েছে। শনিবার রাতে মধ্য ইসরাইলে এ হামলা সংঘটিত হয়। খবর এএফপির।
আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার চেষ্টা ইসরাইলের
নিউইয়র্ক টাইমস : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরাইল। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় এই হামলার চেষ্টা হয়। ওই এলাকাতেই অবস্থান করেন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা। হামলা প্রতিহত করতে ইরানি সেনাবাহিনী ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। পাস্তুর এলাকার একাধিক বাসিন্দা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, হামলার আশঙ্কায় সেখানে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে। তাদের মতে, এসব ব্যবস্থা কার্যকরভাবে মোতায়েন করা হয়েছে যেন ইসরাইলী ক্ষেপণাস্ত্র কোনোভাবেই ওই এলাকায় আঘাত হানতে না পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি হামলার এই চেষ্টা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করতে পারে। যদিও এখন পর্যন্ত ইসরাইল সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি, তবে পরিস্থিতির দ্রুত পরিবর্তনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করছেন।
পাকিস্তানের নিন্দা
এক্স, জিও টিভি : ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, একে ‘অন্যায্য ও অবৈধ আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে ইসলামাবাদ। গত শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলী হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট পরিপন্থি। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।’ সিএনএন, এএফফি।
এই হামলার কড়া প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, ‘আমরা ইরানের জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করছি এবং এই স্পষ্ট উসকানিমূলক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং গোটা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।’ পাকিস্তান আরও বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের উচিত অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করা এবং দোষী পক্ষকে জবাবদিহির আওতায় আনা।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে ইরানিদের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘এই অযৌক্তিক ও চরমভাবে দায়িত্বজ্ঞানহীন হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি এমনিতেই উত্তপ্ত একটি অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে সংঘাত আরও গভীর না হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হামলাটিকে ‘ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এই জঘন্য কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে এবং মানবতার বিবেককেও আঘাত করেছে।’
এক বার্তায় তিনি লেখেন, ‘এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’ তিনি বলেন, পাকিস্তান ইরান সরকার ও জনগণের পাশে রয়েছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিও ইসরাইলের ‘এই উসকানিমূলক ও অযৌক্তিক হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ইরানের জনগণের পাশে আছি। বিশ্বে দায়িত্বশীল সব রাষ্ট্র এবং জাতিসংঘের উচিত সংঘাত নিরসনে সম্মিলিতভাবে কাজ করা এবং আন্তর্জাতিক আইনকে রক্ষা করা’। এদিকে পাকিস্তানের সিনেট ও জাতীয় পরিষদ একযোগে একটি প্রস্তাব পাস করেছে, যেখানে ইরানের ওপর ইসরাইলী হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানানো হয়েছে। প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।
ইসরাইলকে শিগগির সংঘাত থামাতে বলল চীন
এদিকে ইসরাইলকে যত শিগগির সম্ভব ইরানের সঙ্গে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। দেশটির জাতিসংঘ মিশনের সদস্য ও রাষ্ট্রদূত ফু কং বলেছেন, এই সংঘাতের ফলাফল বা পরিণতি নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। গত শুক্রবার ভোরে ইসরাইলের বিমান বাহিনী ইরানে সামরিক অভিযান শুরুর পর ওই দিনই জরুরি বৈঠক আহ্বান করে নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকে ফু কং বলেন, “ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা করেছে ইসরাইল। আমরা এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করছি।” “সেই সঙ্গে ইসরাইলের প্রতি আহ্বান জানচ্ছিÍ যত শিগগির সম্ভব সংঘাত থামান এবং ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। কারণ সংঘাতকে আরও বাড়তে দিলে পুরো মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি বা ফলাফল হবে ভয়াবহ।”
পুতিনের মধ্যস্থতার প্রস্তাব
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইরান-ইসারাইল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন তিনি। গত শুক্রবার পেজেশকিয়ান ও নেতানিয়াহুকে পুতিন টেলিফোন করেছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়েছে, “গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন। টেলিফোনে তিনি ইরানে ইসরাইলের হামলায় নিহতদের পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ইসরাইলের এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনবিরোধী।”
“একই দিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও টেলিফোন করেছেন প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও না বাড়াতে ইসরাইলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি।”
“ইসরাইল এবং ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, তা থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে রাশিয়ার নাম প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, পরমাণু প্রকল্প ও অন্যান্য যেসব ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে সেসব আলোচনা ও কূটনৈতিক পন্থায় সমাধান করা সম্ভব।”
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের
ইসরাইলের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘‘আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো।’’
তিনি বলেন, ‘‘ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।’’
বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী। পাশাপাশি ইসরাইল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি।
খাজা আসিফ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ ‘‘এই কঠিন সময়ে তেহরানের পাশে রয়েছে।’’
এদিকে, ইরানি ভূখণ্ডে ইসরাইলের হামলাকে ‘‘ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম এবং ইরানের দক্ষিণ-পূর্ব অংশজুড়ে ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।
এর জবাবে ইসরাইলী ভূখণ্ডে সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাঁচ ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী বলেছে, ইরানি হামলায় ইসরাইলের বিভিন্ন অঞ্চলের ১৫০টিরও বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবারও দ্বিতীয় দিনের মতো ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে ইরান। আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলী ভূখণ্ডে ইরানের হামলা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।