এশিয়া
জয়শঙ্করকে খোঁচা কাশ্মীরের মুখ্যমন্ত্রীর
কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফেরানো গিয়েছিল কি
পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশ্যে পাল্টা তোপ দেগেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, (কাশ্মীর ফিরিয়ে আনতে) কে বাধা দিয়েছে? শুধু পাকিস্তানের কাশ্মীর নয়, চীনের অধীনে থাকা কাশ্মীরেরও অংশও ফিরিয়ে আনুন।
Printed Edition

৭ মার্চ, এনডিটিভি : পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশ্যে পাল্টা তোপ দেগেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, (কাশ্মীর ফিরিয়ে আনতে) কে বাধা দিয়েছে? শুধু পাকিস্তানের কাশ্মীর নয়, চীনের অধীনে থাকা কাশ্মীরেরও অংশও ফিরিয়ে আনুন।
এমনকি কার্গিল যুদ্ধের সময় কী পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফিরিয়ে আনা গিয়েছিল কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যার সমাধান হবে বলে জয়শঙ্করের মন্তব্যের প্রতিক্রিয়ায় ওমর আবদুল্লাহ এসব কথা বলেন। গত বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমটি বলছে, গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় বিজেপি সদস্যদের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে, যা তৎকালীন মহারাজা হরি সিংয়ের সময়কার আকৃতির মতো নয়।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের কথাও উল্লেখ করে জিজ্ঞাসা করেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (ভারতে) ‘ফিরিয়ে আনতে’ বিজেপি সরকারকে কে বাধা দিচ্ছে? মূলত পাকিস্তানের আজাদ কাশ্মীর নিয়ে জয়শঙ্করের মন্তব্যের পরই ভারতের কেন্দ্রীয় সরকারের দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিধানসভায় তিনি বলেন, এই কাজ করতে কেউ বাধা দেয়নি। তবে, শুধুমাত্র পাকিস্তানের দখলে থাকা অংশ নয়, চীনের দখলে থাকা ভূখণ্ডও ফিরিয়ে আনতে হবে।
লন্ডনে একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর সমস্যার সমাধান অনেকটাই হয়ে গেছে। পাকিস্তান কাশ্মীরের যে অংশ “দখল করে রেখেছে” তা ফেরত পেলেই সেখানকার সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে। এরপরই বিধানসভার অধিবেশনে এই বিষয়টি নিয়ে কথা বলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের কাছে আছে। এখানকার মানচিত্র দেখলেই দেখা যাবে (কাশ্মীরের) আরেকটা অংশ আছে চীনের দখলে। সেটা নিয়ে কেউ কোনও কথা বলছেন না কেন?”