পিটিআই : সৌদি আরব সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরে দিল্লী ও রিয়াদের মধ্যে কমপক্ষে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে চলেছে বলে জানা গেছে। গত সোমবার গভীর রাতে আরও কয়েকটি চুক্তি চূড়ান্ত করার জন্য আলোচনা হয়েছে। উচ্চপদস্থ একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠকে ভারতীয় হজ¦যাত্রীদের কোটাসহ হজ সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করার কথা। এছাড়া উভয় পক্ষ মহাকাশ, জ্বালানি, স্বাস্থ্য, বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণা, সংস্কৃতি এবং উন্নত প্রযুক্তি ক্ষেত্রেও চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘চূড়ান্ত করার জন্য সোমবার গভীর রাতে রিয়াদে বৈঠক অব্যাহত ছিল, এক ডজনেরও বেশি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, কিছু সরকারি পর্যায়ে স্বাক্ষরিত হবে। ‘ মোদির আগমনের ২৪ ঘণ্টা আগে অতিরিক্ত বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের জন্য প্রচেষ্টা চলছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নরেন্দ্র মোদি মঙ্গলবার বিকেলে জেদ্দায় যাওয়ার কথা। গত ৪০ বছরের এটিই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর।

মোদির সফরের আগে সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান পিটিআইকে বলেন, ‘ভারত ও সৌদি আরবের মধ্যে যোগাযোগের দিক থেকে জেদ্দা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। শতাব্দীর পর শতাব্দী ধরে জেদ্দা দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য বন্দর ছিল এবং এটি মক্কার প্রবেশদ্বারও। তাই ওমরাহ এবং হজ জন্য যে কেউ আসছেন তারা জেদ্দায় নেমে মক্কায় যান। ’