বিবিসি

শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে নতুন নিয়ম প্রস্তাব করেছে চীন। বলা হচ্ছে-এর প্রধান উদ্দেশ্য-চ্যাটবটের মাধ্যমে এমন পরামর্শ দেওয়া এড়ানো, যা আত্মহত্যা বা হিংসাত্মক কাজের দিকে পরিচালিত করতে পারে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এআই নির্মাতাদের নিশ্চিত করতে হবে যাতে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জুয়া বা গাম্বলিং প্রচার করে এমন কোনও তথ্য তৈরি না করে। নিয়মটি ঘোষণা করা হয়েছে এমন সময়ে যখন চীনে এবং বিশ্বজুড়ে চ্যাটবটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। চূড়ান্ত রূপ দেওয়ার পর, এই নিয়ম চীনের সকল কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও সেবার ওপর প্রযোজ্য হবে। এটি দ্রুত বর্ধমান প্রযুক্তি নিয়ন্ত্রণে আনার একটি বড় পদক্ষেপ। খসড়া নিয়মে শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন : ব্যক্তিগত সেটিংস, ব্যবহার সীমাবদ্ধতা এবং আবেগময় সঙ্গ প্রদান করার আগে অভিভাবকের অনুমতি নেওয়া। যদি কোনও চ্যাটবট আত্মহত্যা বা স্ব-ক্ষতির সংক্রান্ত আলাপ শুরু করে, তাহলে অবশ্যই একজন মানুষ কথোপকথন পরিচালনা করবেন এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর অভিভাবক বা জরুরি যোগাযোগকে জানাতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা সেবাদাতাদের নিশ্চিত করতে হবে যে, তাদের সেবা এমন কোনও তথ্য তৈরি বা শেয়ার করবে না যা ‘জাতীয় নিরাপত্তা বিপন্ন করে, জাতীয় সম্মান ক্ষুণ্ন করে বা দেশীয় ঐক্যকে দুর্বল করে।’ চীন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সংস্কৃতি প্রচার বা বৃদ্ধদের সঙ্গ দেওয়ার মতো নিরাপদ ও নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকে উৎসাহ দেওয়া হবে। এছাড়া সাধারণ জনগণের মতামতও নেওয়া হবে। চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিক (উববঢ়ঝববশ) এই বছরের হিট হয়ে বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছে এবং জেডআই ও মিনিম্যাক্স এই মাসে শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা ঘোষণা করেছে।