দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স: মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলে অভিবাসীবাহী এক নৌকাডুবিতে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার মালয়েশিয়ার ম্যারিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিন আগে ডুবে যাওয়া ওই নৌকা থেকে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এক নারীর লাশ পাওয়া গেছে।

উত্তর মালয়েশিয়ার কেদাহ ও পেরলিস অঙ্গরাজ্যের ম্যারিটাইম কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রমলি মুস্তাফা জানান, মিয়ানমারের বুথিডং থেকে যাত্রা করা নৌকাটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন। তিনি বলেন, নিখোঁজদের খোঁজে সাগরে এখনও উদ্ধার অভিযান চলছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বারনামা সংবাদমাধ্যম জানিয়েছে, লাংকাওয়ি উপকূলে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া নারীর লাশটি রোহিঙ্গা বলে শনাক্ত হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে মুসলিম রোহিঙ্গারা প্রায়ই পালিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমান। দেশটিতে তাদের বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়, তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত এবং নিয়মিত নির্যাতনের শিকার। কেদাহর পুলিশপ্রধান আদজলি আবু শাহ বলেন, মালয়েশিয়াগামী ওই যাত্রীরা প্রথমে একটি বড় জাহাজে উঠেছিলেন।