১৭ মার্চ, রয়টার্স : দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের রায় দিতে বিলম্ব করায় দেশে সামাজিক বিভাজন গভীর হচ্ছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। এভাবে দেশবাসীকে অপেক্ষা করিয়ে রাখাকে দায়িত্বজ্ঞানহীনতার নামান্তর বলে মন্তব্য করেছে তারা। একই বক্তব্যে সোমবার (১৬ মার্চ) সাংবিধানিক আদালতকে দ্রুত রায় দেওয়া আহ্বান করেছে ডেমোক্র্যাটিক পার্টি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দলটির অন্যতম নেতা কিম মিন সেওক বলেছেন, দেশের জনগণ সহ্যের প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে। আমরা আদালতের সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষায় আছি। আরও বিলম্ব করা হবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এবং আমাদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। টানা তৃতীয় সপ্তাহের মতো আট সদস্যের আদালতে অভিশংসনের শুনানি চলছে। এরমধ্যে ইউনের পুনর্বহাল বা স্থায়ী অপসারণ নিয়ে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কেবল বৃদ্ধি পাচ্ছে।