আল জাজিরা, রয়টার্স: ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করতে যাচ্ছে লেবানন। কারণ ইসরায়েল লেবাননের দক্ষিণ সীমান্তে যে কংক্রিটের দেয়াল নির্মাণ করছে, তা ‘ব্লু লাইন’ অতিক্রম করে লেবাননের ভেতরে ঢুকে গেছে বলে অভিযোগ করেছে লেবাননের প্রেসিডেন্সি। গত শনিবার লেবাননের প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, নতুন দেয়াল নির্মাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ লঙ্ঘন করছে। এটি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিকও গত শুক্রবার বলেন, দেয়াল নির্মাণের কারণে ৪,০০০ বর্গমিটারের বেশি লেবাননি ভূখণ্ড স্থানীয় মানুষের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে।জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী-ইউএনআইএফআইএল ইতোমধ্যে দেয়াল অপসারণের অনুরোধ জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেনি। এটি ২০২২ সাল থেকে শুরু হওয়া বৃহত্তর আইডিএফ নিরাপত্তা পরিকল্পনার অংশ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে উত্তরের সীমান্তে শারীরিক নিরাপত্তা জোরদারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লু লাইন হলো জাতিসংঘ নির্ধারিত সীমারেখা, যা লেবাননকে ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করে। ২০০০ সালে ইসরায়েল যখন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে, তখন তারা এই ব্লু লাইনে ফিরে যায়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ইউএনআইএফআইএল লিতানি নদী থেকে ব্লু লাইন পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করে। এতে ৫০টি দেশের ১০,০০০-এর বেশি শান্তিরক্ষী এবং ৮০০-এর বেশি বেসামরিক কর্মী কাজ করছে।