মেহের : ইসরাইলের বেন-গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইহুদিকে আশ্রয়কেন্দ্রে পাঠাচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন। ইয়েমেনের আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট তেলআবিবের পাশে অধিকৃত অঞ্চলে বেন-গুরিওন বিমানবন্দরে সফলভাবে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে।

সারি বলেন, ‘প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।’ তিনি আরও বলেন, ‘এর ফলে ৪০ লাখেরও বেশি ইহুদি আতঙ্কিত অবস্থায় আশ্রয়কেন্দ্রে পালিয়ে গিয়েছিল। ইতোমধ্যে সেই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।’ তিনি আরও বলেন, সানা সরকার ইয়েমেনি ফ্রন্টকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখার জন্য ইহুদিবাদী শত্রুদের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। সারি তার আগের বিবৃতির মতো এবারও জোর দিয়ে বলেছেন, ‘গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’