রয়টার্স আল-অ্যারাবিয়া : গত রোববার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও মাদক পাচারের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। শনিবার ভোরে মার্কিন সেনারা কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে এবং আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

এর পর রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন। তিনি বলেন, ‘কলম্বিয়া খুব অসুস্থ এবং এটি পরিচালনা করছেন একজন অসুস্থ মানুষের, যিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন।

তিনি বেশি দিন এটা করতে পারবেন না।’

কিউবার পতনের ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্পের এ ধরনের হুমকির প্রেক্ষিতে পেত্রো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন, ‘আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করুন, মিস্টার ট্রাম্প। এমনভাবে লাতিন আমেরিকার প্রেসিডেন্টকে হুমকি দেওয়া যায় না। কারণ এ সরকার জনগণ ও শান্তি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন।

পেট্রো এই অঞ্চলে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন এবং ওয়াশিংটনকে ‘আইনি ভিত্তি ছাড়াই’ মাদুরোকে অপহরণ করার অভিযোগ করেছেন। রবিবার এক্স-এর কাছে পরবর্তী পোস্টে পেট্রো আরো যোগ করেছেন ‘বন্ধুরা বোমা মারে না।’

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে এবং সম্মান দাবি করেছে। কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক মিত্র, তবে তাদের সম্পর্ক টানাপোড়েন চলছে।