আল-জাজিরা, আনাদোলু : সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে প্রকাশ্যে দেখা গেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল ক্বানিকে। তার উপস্থিতির ছবি ও ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, ইসরাইলের হামলায় ইসমাইল ক্বানি নিহত হয়েছেন। তবে জনসমাবেশে তার সরাসরি উপস্থিতি এসব হত্যার গুজব সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। ইসমাইল ক্বানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদস ফোর্সের দায়িত্ব গ্রহণ করেন। ক্বানির উপস্থিতি ইঙ্গিত দেয়, আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরানের সামরিক নেতৃত্ব এখনো অটুট রয়েছে।
এশিয়া
হত্যার গুজব উড়িয়ে জনসমাবেশে দেখা গেল ইরানের কুদস প্রধানকে
সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে প্রকাশ্যে দেখা গেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল ক্বানিকে। তার উপস্থিতির ছবি ও ভিডিও ইরানের মিত্র