আল-জাজিরা, রয়টার্স : সিরিয়ার সরকার জানিয়েছে, তারা দ্রুজপ্রধান শহর সুয়েইদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে দিয়েছে। সেখানে প্রাণঘাতী সংঘর্ষ বন্ধের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে সিরীয় সরকার দেশটির অশান্ত দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। গত শনিবার এ ঘোষণা আসে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নির্দেশের পর। তিনি দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে নতুন একটি যুদ্ধবিরতি কার্যকর করার নির্দেশ দেন।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আলাদা চুক্তি হয়। এ চুক্তির উদ্দেশ্য সংঘর্ষে ইসরাইলের সামরিক হস্তক্ষেপ এড়ানো। সরকারি ঘোষণার ঠিক আগে সুয়েইদা শহরে মেশিনগানের গুলির শব্দ ও আশপাশের গ্রামগুলোতে মর্টার শেল ছোড়ার খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুর আল-দিন বাবা এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা এবং সুয়েইদা প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েনের পর সংঘর্ষের অবসান ঘটেছে। নুর আল-দিন আরও বলেন, সুয়েইদা শহর থেকে সব গোত্রীয় যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয়েছে। শহরের মহল্লাগুলোতে সংঘর্ষ বন্ধ করা হয়েছে। গত সপ্তাহে একটি মহাসড়কে এক দ্রুজ ট্রাকচালককে অপহরণের ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জেরে পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু হয়। দেশের বিভিন্ন স্থান থেকে গোত্রীয় যোদ্ধারা সুয়েইদায় এসে বেদুইন সম্প্রদায়ের পক্ষে যোগ দেয়। এ সংঘর্ষে সিরিয়ার সরকারি সেনাবাহিনীও জড়িয়ে পড়ে।