এপি : ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। গত সোমবার দিল্লীতে প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক এড়ানো, ওয়াশিংটনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি ও ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

মোদির কার্যালয় এক বিবৃতিতে জানায়, দুই নেতা ‘দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা ও ইতিবাচক মূল্যায়ন করেছেন। তারা একটি প্রত্যাশিত বাণিজ্য চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতিকে স্বাগত জানান।’ হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ভ্যান্স এবং মোদি চলমান আলোচনার জন্য শর্ত নির্ধারণ করেছেন, পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়ার জন্য একটি রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে, আলোচনা এগোচ্ছে তবে এখনও চূড়ান্ত হয়নি।