রয়টার্স: অন্তর্র্বতীকালীন সরকারি বাহিনী এবং সিরিয়ার সাবেক শাসকদের অনুগত যোদ্ধারা গত মার্চে সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত হয়। গত বৃহস্পতিবার জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, মার্চ সংঘটিত একাধিক গণহত্যায় যুদ্ধাপরাধ হয়েছে। উপকূলীয় এলাকায় সংঘটিত এই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। জাতিসংঘের সিরিয়া তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। মূলত আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে অপহরণের মতো ঘটনাও এখনও ঘটছে। প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে স্বাধীন আন্তর্জাতিক সিরিয়া তদন্ত কমিশনের চেয়ার পাওলো সের্জিও পিনহেইরো বলেন, ‘আমাদের প্রতিবেদনে নথিভুক্ত সহিংসতার ব্যাপ্তি ও নৃশংসতা অত্যন্ত উদ্বেগজনক।’