যাত্রীকে অস্বাস্থ্যকর আসন দেওয়ায়-

যাত্রীকে অস্বাস্থ্যকর আসন দেওয়ার অভিযোগে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোকে দেড় লাখ রুপি জরিমানা করেছে দিল্লির কনজিউমার ফোরাম। এক যাত্রী এই বিমান সংস্থার বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা আসন দেওয়ার অভিযোগ তুলে কনজিউমার ফোরামের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে দিল্লির কনজিউমার ফোরাম।চলতি বছরের ২ জানুয়ারি পিংকি নামের এক নারী দিল্লি থেকে আজারবাইজানের রাজধানী বাকু যাওয়ার জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিট কেটেছিলেন। কিন্তু তাকে যে আসন দেওয়া হয়েছিল, তা অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর ছিল বলে অভিযোগ করেন তিনি। সঙ্গে সঙ্গেই পিংকি কেবিন ক্রুদের পুরো বিষয়টি জানান। কিন্তু প্রাথমিকভাবে তার অভিযোগের কোনও গুরুত্ব দেওয়া হয়নি। অনেক অনুরোধের পরে তাকে অন্য একটি আসনে বসার ব্যবস্থা করা হয়।এই ঘটনার পর পিংকি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি ইন্ডিগোকে আইনি নোটিস পাঠালেও তেমন কোনও জবাব মেলেনি। এরপর পিঙ্কি দিল্লির কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেন। সে অনুযায়ী ঘটনায় তদন্ত শুরু করে দিল্লির কনজিউমার ফোরাম। গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। টাইমস অব ইন্ডিয়া

ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত

ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, “রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-২৭ বিমান গুলি করে ভূপাতিত করেছে।”রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা, মার্কিন-নির্মিত হিমারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়া দুটি রকেট ও ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করেছে।ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া ৩১টি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে।ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি এলাকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমানটির পাইলটের ভাগ্য কী ঘটেছে, তা জানা যায়নি। সিনহুয়া

চিকন বলায় বন্ধুকে নৃশংসভাবে হত্যা

ভারতের দিল্লির পাশের গুরগাঁওয়ে চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় দুই বন্ধুর হাতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী করণ। স্কুলের টয়লেট থেকে করণের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, করণের দুই স্কুল বন্ধু আকাশ ও শিব কুমার তার চিকন শরীর নিয়ে মজা করা সহ্য করতে পারছিল না। ২ জুলাই দিবাগত রাতে তারা স্কুলে প্রবেশ করে। রাতের কোনো এক পর্যায়ে করণ আবারও কটাক্ষ করলে প্রথমে আকাশ একটি পাথর দিয়ে আঘাত করে এবং পরে শিব কুমার কাঁচি দিয়ে তাকে আক্রমণ করে। হত্যার পর তারা করণের দেহ স্কুলের শৌচাগারে ফেলে পালিয়ে যায়। তিন দিন পর, স্কুলের এক শিক্ষক দুর্গন্ধ পেয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার তিন দিনের মাথায় পুলিশ আকাশ ও শিব কুমারকে গ্রেপ্তার করে।বন্ধুর সঙ্গে মজা করাকে তারা অপমান হিসেবে নিয়ে প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেছিল। তদন্ত চলছে টাইমস অব ইন্ডিয়া

ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা

১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমার বিরুদ্ধে ১৫,০০০ টন টিএনটি-র সমতুল্য বিস্ফোরক শক্তি সম্পন্ন একটি পারমাণবিক বোমা ব্যবহার করেছিল যার ফলে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং এর প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। মার্কিন পারমাণবিক হামলার পর প্রথম কয়েক মাসে হিরোশিমার প্রায় ১,৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১.২ কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ৫০ শতাংশ মানুষ সেদিন মারা গিয়েছিল এবং বিস্ফোরণস্থলের কাছে মৃত্যুর হার ছিল ৮০ থেকে ১০০ শতাংশ। ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমার বিরুদ্ধে ১৫,০০০ টন টিএনটি-র সমতুল্য বিস্ফোরক শক্তি সম্পন্ন একটি পারমাণবিক বোমা ব্যবহার করেছিল যার ফলে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং এর প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। মার্কিন পারমাণবিক হামলার পর প্রথম কয়েক মাসে হিরোশিমার প্রায় ১,৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১.২ কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ৫০ শতাংশ মানুষ সেদিন মারা গিয়েছিল এবং বিস্ফোরণস্থলের কাছে মৃত্যুর হার ছিল ৮০ থেকে ১০০ শতাংশ।