মিডল ইস্ট মনিটর, রয়টার্স, আনাদোলুর: মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আইনের প্রতি অব্যাহত অবজ্ঞার ফলে বিশ্ব আরও বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠেছে। ইরনার বরাত দিয়ে জানিয়েছে, ভার্মন্টের একজন স্বাধীন প্রতিনিধি বার্নি স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবাজ পদক্ষেপ বিশ্বে আরও অস্থিতিশীলতা তৈরি করেছে। তিনি আরও যোগ করেছেন, ইরানের উপর তার একতরফা এবং অবৈধ আক্রমণ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহন করে। স্যান্ডার্স সতর্ক করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা নেতানিয়াহুর দ্বারা আরেকটি যুদ্ধে জড়াবো না। আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই সংঘাতের তীব্রতা রোধ করতে এবং পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে যথাসাধ্য চেষ্টা করতে হবে। বার্নি স্যান্ডার্সের এসব বক্তব্য এবং ইসরাইলী-ইরান যুদ্ধ থেকে দূরে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সতর্কবাণী এমন এক সময়ে এসেছে যখন তেল আবিব ওয়াশিংটনের সমর্থনে ইরানে আক্রমণ শুরু করেছে। এই প্রসঙ্গে, আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ফিওরেলা ইসাবেল সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমেরিকার জ্বালানিবাহী বিমানগুলো কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে উড়ে এসে ইসরাইলী বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করেছে।
ডেমোক্র্যাট দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স গত শনিবার ঘোষণা দিয়েছেন, তিনি একটি বিল আনতে যাচ্ছেন, যাতে বলা হয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেন কোনো সামরিক অভিযান চালাতে না পারে। সেই উদ্দেশ্যে ফেডারেল সরকারের অর্থ ব্যবহার নিষিদ্ধ করা হবে। স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ এক পোস্টে লিখেছেন, ‘আমাদের যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর অবৈধ ইরান যুদ্ধের ফাঁদে ফেলা যাবে না।’ বার্নি আরও বলেন, ‘আমি এমন একটি আইন আনতে যাচ্ছি, যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে বা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক শক্তি ব্যবহারে ফেডারেল তহবিল ব্যবহার করা যাবে না। তবে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।’
গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক নীতির কঠোর সমালোচক সিনেটর স্যান্ডার্স। গত শুক্রবারও নেতানিয়াহুর একতরফা ইরান হামলার নিন্দা জানিয়ে তিনি সতর্ক করে বলেছেন, এতে করে পুরো অঞ্চলে বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। স্যান্ডার্সের বিল উত্থাপনের এই ঘোষণার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান-ইসরাইল সংঘাত ঘিরে ওয়াশিংটনে বাড়তে থাকা উদ্বেগ।
গত শুক্রবার ভোররাতে ইসরাইল ইরানের রাজধানী তেহরানসহ আটটি শহরে বড় আকারের বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। এতে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীরা নিহত হন। সেই রাতেই ইরান ইসরাইলে পাল্টা হামলা চালায়। প্রথমে প্রায় ১০০ ড্রোন ছোড়ে এবং পরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ২০ শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন। শনিবারও হামলা অব্যাহত ছিল।