যুক্তরাজ্যে অভিবাসনে ভাষাগত দক্ষতার নতুন নিয়ম
যুক্তরাজ্যে পাড়ি জমাতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এমন নিয়ম আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী ৮ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবমূলত দক্ষ কর্মীর ভিসা, বিভিন্ন ক্যাটাগরির গ্রাজুয়েট জব এবং স্কেল আপ ভিসা বা দ্রুত বর্ধনশীল ব্যবসাখাতে চাকরির জন্য ভিসার আবেদনকারীদেরকে এ লেভেলের ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা মূলত দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স ফর ল্যাংগুয়েজ-এর বি২ লেভেলের সমমাসরকার বলছে, চলতি বছরের মে মাসে অভিবাসান বিষয়ে প্রকাশিত শ্বেতপত্রের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, আপনি যদি এই দেশে আসেন আপনাকে অবশ্যই আমাদের ভাষা শিখতে হবে এবং আপনার দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, যারা এই দেশে অবদান রাখেন, তাদেরকে ব্রিটেন স্বাগত জানায়। কিন্তু আমাদের ভাষা না শিখে অভিবাসীদের এখানে আসার বিষয়টি গ্রহণযোগ্য নয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভিসার আবেদনের জন্য প্রার্থীদেরকে সরকার অনুমোদিত সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে, কথা বলা, শোনা, পড়া এবং লিখতে পারার সমার্থ্যের প্রমাণ দিতে হবে। দক্ষ শ্রমিক, স্কেল আপ ক্যাটাগরি এবং উচ্চ সম্ভাবনা সম্পন্ন প্রার্থী ক্যাটাগরির (হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল বা এইচপিআই) আবেদনকারীদের বি২ লেভের ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে। আগে এটি ছিল বি১ লেভেল। স্কেল আপ ভিসা হলো দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতে কর্মরতদের জন্য প্রদেয় ভিসা। এদিকে হাই পটেনশিয়াল ব্যক্তি বলতে তাদেরকে বুঝানো হচ্ছে যারা গত পাঁচ বছর সময়ের মধ্যে বিশ্বের নামকরা কোনো বিশ্বিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছে।অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রার্থীদের জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতার বিষয়টি সময়মতো আরোপ করা হবে বলে জানিয়েছে সরকার। তার আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শ্বেতপত্রে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা যুক্তরাজ্যের অভিবাসনব্যবস্থাকে নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট এবং স্বচ্ছ করবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, সরকারের এমন পদক্ষেপের ফলে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন প্রতিবছর এক লাখ পর্যন্ত কমে আসবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ড. মেডেরেইন সাম্পশন জানান, অনেক গ্রেজুয়েট চাকরিতে এরইমধ্যে এ লেভেল ভাষাগত দক্ষতা প্রয়োজন।
এই বিশ্লেষকের মতে, ভাষাগত দক্ষতা বিষয়ে নতুন করে আরোপ করা সরকারের এই নিয়ম মধ্যমমানের চাকরি যেমন ট্যাকনিক্যাল এবং ম্যানুয়েল স্কিলের চাকরির বাজারে প্রভাব ফেলবে। এই চাকরিগুলোতে উঁচু মাপের ভাষাগত দক্ষতার প্রয়োজন নেই। এদিকে অভিবাসন বিসয়ক আইনজীবী আফসানা আক্তার বিবিসি নিউজকে বলেন, সরকারের এই নতুন নিয়ম তার কাছে অস্বচ্ছ মনে হয়েছে। যুক্তি হিসেবে তিনি বলেন, যুক্তরাজ্যে এমন অনেকেই আছেন যাদের এ লেভের ইংরেজি ভাষার দক্ষতা নেই। এই নিয়মের ফলে অনেক দক্ষ কর্মী যারা যুক্তরাজ্যের এসে দেশটির অর্থনীতিতে অবদান রাখতে চায় তাদেরকে দূরে ঠেলে দেবে বরে মন্তব্য করেন তিনি। ইনফোমাইগ্রেন্টস
কেনিয়ায় নিরাপত্তাবাহিনীর গুলীতে নিহত ৪
রয়টার্স: কেনিয়ার রাজধানী নাইরোবির একটি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার লাশ দেখার জন্য জড়ো হওয়া উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ৮০ বছর বয়সী ওডিঙ্গা বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েক দশক ধরে কেনিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। একসময় রাজনৈতিক বন্দিও ছিলেন তিনি। দেশটির প্রেসিডেন্ট পদে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনোবারই জয় পাননি।বৃহস্পতিবার সকাল থেকেই হাজারো সমর্থক রাজধানীর প্রধান স্টেডিয়ামে জড়ো হন, যেখানে ওডিঙ্গার মরদেহ রাখা ছিল শ্রদ্ধা নিবেদনের জন্য। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিপুল জনতা স্টেডিয়ামের একটি ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় সৈন্যরা গুলি ছোড়ে এবং আকাশে ফাঁকা গুলিও চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশের এক সূত্র রয়টার্সকে জানায়, প্রথমে দুইজন নিহত হন। পরে স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিএন নিউজ ও সিটিজেন টিভি জানায়, নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায় এবং বহু মানুষ আহত হন।গুলির পর নিরাপত্তা বাহিনী ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে, ফলে স্টেডিয়ামটি দ্রুত ফাঁকা হয়ে যায়।এর আগে দিনের শুরুতে হাজারো সমর্থক নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দনে ঢুকে পড়েন, যেখানে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ও সরকারি কর্মকর্তারা ওডিঙ্গার মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন। এই ঘটনায় বিমানবন্দরের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রয়টার্স, বিবিসি