প্রচণ্ড গোলাগুলীর কারণে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে বহু মানুষ। স্থানীয় বাসিন্দারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, দিল্লির পক্ষ থেকে পাকিস্তানে বিমান হামলার পর গোলাবর্ষণের মাত্রা বেড়ে গেছে। বিবিসি এ খবর জানিয়েছে। বিবিসি
মূলত গোলাবর্ষণ হয়েছে ভারত ও পাকিস্তানের সীমান্ত হিসেবে ব্যবহৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। ভারত বলছে, পেহেলগামে হামলার পর গত প্রায় ১৪ দিন ধরে সীমান্তবর্তী ভারতীয় পোস্টগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। তবে ইসলামাবাদ এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
স্থানীয় এক বাসিন্দা সুফরিন আখতার জানান, গোলা এসে তাদের বাড়ির সামনে পড়তেই তিনি ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যান। তিনি বলেন, আমরা কোনও গাড়ি পাইনি। মাইলের পর মাইল হেঁটে নিরাপদ স্থানে যেতে হয়েছে। আমি পুরো পথ কান্না করেছি, চারদিকেই গোলাবর্ষণ হচ্ছিল।’ তাদের সঙ্গে আরও অনেকে পুঞ্চ থেকে পালিয়ে গত ৪৮ ঘণ্টায় আত্মীয়স্বজনের কাছে সুরান কোটে আশ্রয় নিয়েছেন। সুরান কোট সীমান্ত থেকে দূরে হওয়ায় সেখানে গোলাবর্ষণের ঝুঁকি তুলনামূলক কম। স্থানীয়রা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৮০ জন পালিয়ে এসেছে। আরও অনেকেই আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। সুরানকোটের বাসিন্দা মোহাম্মদ আলম মালিক বলেন, ‘আমার বাড়িতে এখন ২৫ জন মানুষ থাকছে। কেউ কেউ খালি পায়ে হেঁটে এসেছে।