এএফপি: দিল্লী জ্বলছে। সেই সঙ্গে জ্বলছে গোটা উত্তর ভারত। স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রার সঙ্গে জুড়েছে অসহনীয় আর্দ্রতা। জ্যৈষ্ঠের শেষের এই তাপ বৃদ্ধির দরুন দিল্লিতে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। তাপপ্রবাহ থেকে বাঁচতে কী কী করা উচিত, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদেরা বলেছেন, আরও কয়েকটা দিন এই অসহনীয় পরিস্থিতি চলবে। তারপর দেখা দিতে পারে পশ্চিমি ঝড়। বলা হয়েছে, উত্তর–পশ্চিম ভারতে এখনো মৌসুমি বায়ু প্রবেশ করেনি। ফলে আগামী দিনের হাল আরও খারাপ হতে পারে। গত মঙ্গলবার দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমান ৪৪ ডিগ্রি ছুঁই ছুঁই ছিল। গত বুধবার তা ৪৫ ডিগ্রি পেরিয়ে যায়।

আবহাওয়া অফিস জানায়, স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি বেশি। রাজধানীর অভিজাত লুটেন্স দিল্লির আয়ানগরে তাপমাত্রা রেকর্ড হয় ৪৫ দশমিক ৫ ডিগ্রি। সেই সঙ্গে আর্দ্রতা বৃদ্ধির দরুন তাপমাত্রা অনুভূত হয় ৫১ ডিগ্রির মতো। এই প্রবল তাপপ্রবাহের সঙ্গে জায়গায় জায়গায় যুক্ত হয় বিদ্যুৎ বিপর্যয়।