DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

এশিয়া

পারমাণবিক ইস্যু নিয়ে ট্রাম্পের চিঠি পায়নি ইরান

পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এখনও কোনও চিঠি পায়নি ইরান। গত শুক্রবার ইরানের দূতাবাসের এক মুখপাত্র বলেন, আমরা

Printed Edition
Default Image - DS

৮ মার্চ : আল জাজিরা, এপি, এএফপি: পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এখনও কোনও চিঠি পায়নি ইরান। গত শুক্রবার ইরানের দূতাবাসের এক মুখপাত্র বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোনও চিঠি পাইনি। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের শীর্ষ নেতার কাছে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে একটি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে দিয়েছেন, যদি ওয়াশিংটনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকে, তবে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনায় যাবে না। যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি এবং হুমকি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় বসব না। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি তেল খাতসহ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।