ইকোনমিক টাইমস : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গে আগাম নির্বাচনের চ্যালেঞ্জও ছুড়ে দেন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে এক জনসভায় তিনি তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন। মোদি বলেন, ‘এই রাজ্যে পাঁচটি বড় সংকট রয়েছে- দুর্নীতি, নারী নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলার অবনতি। মুর্শিদাবাদ ও মালদহে যা ঘটেছে, তা বর্তমান সরকারের নির্মমতার পরিচয়। এখানে আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হয়। এভাবে কোনো সরকার চলতে পারে না।’ প্রধানমন্ত্রীর মন্তব্যের পরদিন এক সংবাদ সম্মেলনে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি আপনাকে (মোদি) চ্যালেঞ্জ জানাচ্ছি- আমার সঙ্গে সরাসরি টিভি বিতর্কে বসুন। আপনি চাইলে আপনার টেলিপ্রম্পটারও সঙ্গে আনতে পারেন।’ এসময় ‘অপারেশন সিন্দূর’ নাম নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নামকরণ। সব বিরোধী দল আজ ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করছে, অথচ এই সময় রাজনৈতিক হোলি খেলা চলছে। প্রধানমন্ত্রী যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা এখন “অপারেশন বেঙ্গল” চালানোর চেষ্টা করছে। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, ‘আমি বলছি, আগামীকালই নির্বাচন ডাকুন। আমরা প্রস্তুত। প্রধানমন্ত্রী কীভাবে “অপারেশন বেঙ্গল” বলার সাহস পান?’ মমতা আরও বলেন, আপনারা আগে নিজেদের দিকে তাকান। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দুর্নীতির মাত্রা অনেক বেশি। গুজরাট ও মধ্যপ্রদেশে যখন পাকিস্তানি গুপ্তচর ধরা পড়ে, তখন আপনারা কী করেন? তখন কোনো ব্যবস্থা নেয়া হয় না।
সিকিমে হাজার ফুট নিচে তিস্তায় পর্যটকবাহী গাড়ি : ভারতের সিকিম রাজ্যে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১ হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গিয়েছে পর্যটকবাহী একটি গাড়ি। এ সময় গাড়িটিতে ড্রাইভারসহ মোট ১১ জন ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে ১ জনকে মৃত এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৮ জন এখনও নিখোঁজ। বৃহস্পতিবার সন্ধ্যার পর সিকিমের উত্তরাঞ্চলীয় জেলা মাঙ্গানের দুই শহর চুংতাং ও মুনসিতাংয়ের মাঝামাঝি এলাকায় ঘটেছে এই ঘটনা। আহত দুই জনকে চুংতাং-এর একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মাঙ্গান জেলার সুপারিটেনডেন্ট অব পুলিশ সোনাম ডেচু ভুটিয়া সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। গাড়িটিতে চালক ব্যতীয় বাকি ১০ জনের সবাই পর্যটক ছিলেন। যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনিই গাড়ির চালক ছিলেন। হাসপাতালে ভর্তি দু’জনের অবস্থা খুবই গুরুতর এবং নিখোঁজদের অনুসন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, তিব্বতের সীমান্ত পুলিশ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একটি দল উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে। তবে বর্ষণ ও নদীর প্রমত্ত ভাবের কারণে তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেছেন সোনাম ডেচু ভুটিয়া।