কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে ইউপিএস কার্গো বিমান দুর্ঘটনায় সৃষ্ট অচলাবস্থা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেন। এছাড়া লুইসভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যায় উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং এই ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, এই ঘটনায় আহতরা ‘খুব গুরুতর’ আঘাত পেয়েছেন এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বুধবার বলেছেন, বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে যাতে বিমান চলাচল শুরু হতে পারে। বেশিয়ারের মতে, কমপক্ষে ১৬টি ভিন্ন পরিবার নিখোঁজ প্রিয়জনদের খবর দিয়েছেন।

একটি বিবৃতিতে, ইউপিএস জানিয়েছে, বিমানে তিনজন ক্রু সদস্য ছিলেন, তবে তারা আরো যোগ করেছে, ‘আমরা কোনো আঘাত/হতাহতের খবর নিশ্চিত করিনি’। একটি প্রাথমিক তদন্ত চলছে। কর্মকর্তারা অবশ্য উল্লেখ করেছেন, বিশাল অগ্নিকাণ্ডের কারণ ছিল বিমানটিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি, যা প্রায় ছয় ৯২০ কিলোমিটার দূরত্বের হাওয়াই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৩৮ হাজার গ্যালন (এক লাখ ৪৪ হাজার লিটার) জ্বালানি ছিল।

দুর্ঘটনায় জড়িত বিমানটি ছিল একটি এমডি-১১এফ ট্রিপল-ইঞ্জিন বিমান, যা ৩৪ বছর আগে থাই এয়ারওয়েজের সঙ্গে একটি যাত্রীবাহী জেট হিসাবে প্রথম পরিষেবা শুরু করে, কিন্তু ২০০৬ সালে এটিকে ইউপিএসে স্থানান্তর করা হয়। বিমানটি মূলত ম্যাকডোনেল ডগলাস দ্বারা নির্মিত হয়েছিল, যা ১৯৯৭ সালে বোয়িং-এর সঙ্গে একীভূত হয়। ২০২৩ সালে ফেডেক্স ও ইউপিএস উভয়ই তাদের বহর আধুনিক করার পরিকল্পনার অংশ হিসাবে আগামী দশকে তাদের এমডি-১১ বহর বাতিল করা শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছিল। এক বিবৃতিতে বোয়িং বলেছে, তারা গ্রাহকদের পাশে থাকত্ত প্রস্তুত। এ ছাড়া এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা ও মঙ্গলের জন্য উদ্বেগ প্রকাশ করেছে তারা। রয়টার্স, এএফপি

ভারত ও ইসরাইলের মধ্যে বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে আরও এক ধাপ এগোল ভারত ও ইসরায়েল। যার আওতায়, উভয় দেশ উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদনকে আরও গতিশীল করতে পারবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। ইসরাইলের রাজধানী তেল আবিবে ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— অভিন্ন কৌশলগত সংলাপ, প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা সহযোগিতা। বৈঠকে ভবিষ্যতের প্রযুক্তিগত সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। ভারত ও ইসরায়েলের একে-অপরের শক্তি ও অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছে বলে বৈঠকে উভয়পক্ষের প্রতিনিধিরা স্বীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়া

বসনিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু

বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তুজলাতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। মঙ্গলবার তুজলাতে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধাশ্রমের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। এতে ১১ জনের মৃত্যু ও ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন ফেডারেশন অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার প্রধানমন্ত্রী নেরমিন নিকশিচ। এছাড়া, স্থানীয় গণমাধ্যমকে তুজলা ক্যান্টনের প্রধান ইরফান হালিলাগিচ জানান, কর্তৃপক্ষ এখন বৃদ্ধদের থাকার নতুন জায়গা খুঁজছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ভবনের একটি তলায় আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নেভাতে ও বাসিন্দাদের উদ্ধার করতে কাজ করছেন। বসনিয়া-হার্জেগোভিনার তিন সদস্যের রাষ্ট্রপতির পরিষদের চেয়ারম্যান জেলজকো কোমশিচ নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। রেপাবলিকা সার্পস্কা অঞ্চলের প্রধানমন্ত্রী সাভো মিনিচ বলেন, তুজলার নাগরিকদের সাহায্যে তাদের সরকার সবসময় প্রস্তুত। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, আমরা এই দুঃখে শোকাহত এবং সবসময় সাহায্য করতে প্রস্তুত। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অবশ্য ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। ইউরো নিউজ