১ মার্চ, আল জাজিরা : ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য প্রস্তাবিত শর্ত বা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন-হামাস। গতকাল শনিবার হামাস এক মুখপাত্র হাজেম কাসেম আল-আরাবি টিভিকে জানিয়েছেন, গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে বর্তমানে কোনো আলোচনা চলছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে গতকাল শনিবার। তবে মিসরে অনুষ্ঠিত আলোচনা থেকে পরবর্তী ধাপের কোনও অগ্রগতিও ঘোষণা করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরাইলের আলোচক দল কায়রো থেকে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় বন্দি বিনিময় হয়। যদিও এই সময়ে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে।